SIR-এর শুনানি পর্ব শুরু হচ্ছে আজ, হাদি খুনের ঘটনায় উত্তাল বাংলাদেশে, তুষারপাতের জেরে জাপানের এক্সপ্রেসওয়েতে বড় দুর্ঘটনা
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৩০:
আজ SIR-এর শুনানি পর্ব শুরু হচ্ছে। ২০০২ সালের ভোটার লিস্টের সঙ্গে ম্যাপিং করা যায়নি, এমন ভোটারদেরই ডাকা হচ্ছে শনিবার থেকে। ইতিমধ্যেই নোটিস পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রথম পর্বে মোট ৩১ লক্ষ ৬৮ হাজার ৪২৪ ভোটারকে ডাকা হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
প্রবল তুষারপাতের জেরে জাপানের এক্সপ্রেসওয়েতে বড় দুর্ঘটনা। জাপান পুলিশ জানিয়েছে, টোকিওর উত্তরে মিনাকামি শহরের কান-এটসু এক্সপ্রেসওয়েতে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের জেরে তাদের পিছনে থাকা কমপক্ষে ৫০টি গাড়ি একের পর এক ধাক্কা মারতে শুরু করে। দুর্ঘটনার পরেই দাউদাউ করে আগুন ধরে যায় ট্রাক দুটিতে। সেই আগুন ছড়িয়ে পড়ে কমপক্ষে আরও ১২টি গাড়িতে।
যুবনেতা ওসমান হাদি খুনের ঘটনার পর থেকেই উত্তাল বাংলাদেশে। দিকে দিকে ছড়াচ্ছে অশান্তির ঘটনায়। হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে রাজপথ না ছাড়ার ঘোষণা করেছে বাংলাদেশে ইনকিলাব মঞ্চ। হাদির খুনে অশান্তির মধ্যেই বাংলাদেশে পর পর গণপিটুনিতে খুন হন দীপু দাস এবং অমৃত মণ্ডল ওরফে সম্রাট! সেই দুই খুনের আঁচ সীমান্ত পেরিয়ে এসে পড়েছে ভারতেও। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের কথা তুলে কড়া বিবৃতি দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। একই সঙ্গে গণপিটুনিতে দুই যুবক খুনের ঘটনায় উদ্বেগপ্রকাশও করেছে ভারত। আজ বাংলাদেশের পরিস্থিতির উপর নজর থাকবে।
অ্যাশেজ়ের প্রথম তিনটি টেস্টের মতো চতুর্থ টেস্টেও দাপট দেখাচ্ছে অস্ট্রেলিয়া। প্রথম দিনের শেষে তারা এগিয়ে ৪৬ রানে। প্রথম দিন পড়েছে ২০টি উইকেট। মেলবোর্নের দ্বিতীয় দিনেই কি ৪-০ জয় নিশ্চিত করে ফেলবে অস্ট্রেলিয়া? দ্বিতীয় দিনের খেলা শুরু ভোর ৫টা থেকে।