SIR প্রক্রিয়ার খসড়া তালিকায় নাম নেই কাকলি ঘোষ দস্তিদার ও তাঁর পরিবারের! হতবাক ১৬ বছরের সাংসদ

December 27, 2025 | < 1 min read

Authored By:

Saikat Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৫৫: এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই তাড়াহুড়ো নিয়ে আপত্তি জানিয়ে আসছে তৃণমূল কংগ্রেস। দু’বছরের কাজ কীভাবে মাত্র দু’মাসে শেষ করা হচ্ছে, সেই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। খসড়া তালিকা প্রকাশের পর একের পর এক অসঙ্গতির অভিযোগও সামনে এসেছে। এবার দেখা গেল এসআইআর প্রক্রিয়ার খসড়া তালিকায় নাম নেই ১৬ বছরের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ও তাঁর পরিবারের! অগত্যা শুনানিতে ডাকা হল বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের চার সদস্যকে। নোটিস পাঠানো হয়েছে তাঁর দুই ছেলেকে। পাশাপাশি ডাক পড়েছে সাংসদের ৯০ বছরের বৃদ্ধা মাকে, এমনকি বোনকেও।
এই ঘটনায় সরব হয়েছেন সাংসদ নিজে। গোটা এসআইআর প্রক্রিয়া নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। সাংসদের সাফ কথা, তিনি এই বুথেই ভোট দিয়ে আসছেন বরাবর, তার ছেলেরাও সুপ্রতিষ্ঠিত ডাক্তার, তার পরেও এরকম নির্দেশ কেন বা এসআইআরের খসড়া তালিকায় নাম এল না কেন?

২০০৯ সাল থেকে লোকসভার সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের প্রশ্ন, যদি একজন সাংসদের পরিবারের সদস্যদের এভাবে শুনানিতে ডেকে পাঠানো হয়, তবে সাধারণ মানুষের ক্ষেত্রে কী পরিস্থিতি হতে পারে? তাঁর দাবি, এসআইআর প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েই গুরুতর সংশয় তৈরি হচ্ছে। একজন সাংসদের পরিবারের চার জন সদস্যের নাম কীভাবে খসড়া তালিকা থেকে বাদ পড়ল এবং তারপরেও কেন তাঁদের শুনানিতে ডাকা হল, এই প্রশ্নের উত্তর এখনও অধরা। খসড়া তালিকা প্রকাশের পর একের পর এক অসঙ্গতির অভিযোগও সামনে এসেছে। ডানকুনির এক তৃণমূল কাউন্সিলরের নামের পাশে ‘মৃত’ লেখা থাকার ঘটনাও ইতিমধ্যেই বিতর্ক তৈরি করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen