দিল্লিতে শুরু হয়েছে ‘অপারেশন আঘাত ৩.০’, গ্রেপ্তার ২৮৫

December 27, 2025 | < 1 min read

Authored By:

Saikat Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৪৫: উৎসবের মরশুমে রাজধানীর নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্ক দিল্লি পুলিশ। রাজধানী জুড়ে শুরু হয়েছে ‘অপারেশন আঘাত ৩.০’। শুক্রবার রাতভর অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে বহু অস্ত্রশস্ত্র ও মাদক। গ্রেপ্তার ২৮৫ জন। উৎসবের ভিড়ের মধ্যে অপরাধ প্রতিরোধের লক্ষ্যেই এই অপারেশন বলে জানা গিয়েছে।
রাজধানী জুড়ে চলছে তল্লাশি। রাস্তায় রাস্তায় নাকা চেকিং চালাচ্ছেন পুলিশ কর্মীরা। দিল্লি পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত আবগারি আইন ও এনডিপিএস আইনে ২৮৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এখানেই শেষ নয়। নববর্ষের জমায়েতে অপরাধ ঠেকাতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ৫০৪ জনকে আটক করেছে দিল্লি পুলিশ। আগেও অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন এমন ১১৬ জনকে আটক করা হয়েছে। তল্লাশি অভিযানে ২১টি দেশি পিস্তল, ২০টি তাজা কার্তুজ ও ২৭টি ছুরি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

অভিযানে ২১টি দেশি পিস্তল, ২০টি তাজা কার্তুজ এবং ২৭টি ছুরি-সহ বহু অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়াও মাদক ও অবৈধ মদের চালানও বাজেয়াপ্ত করেছে পুলিশ। উৎসবের আগে বাজারে চোরাচালানের পণ্য ছড়িয়ে দেওয়ার চেষ্টার ইঙ্গিত হিসেবেই একে দেখা হচ্ছে। পাশাপাশি বহু চুরি যাওয়া সম্পত্তিও উদ্ধারও করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযানে ৩১০টি মোবাইল ফোনেরও সন্ধান পাওয়া গিয়েছে। এছাড়াও ২৩১টি বাইক এবং একটি গাড়িও উদ্ধার করেছেন তদন্তকারীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen