মেগ ল্যানিংকে টপকে ইতিহাসে হরমনপ্রীত, মহিলা টি-টোয়েন্টিতে সফলতম অধিনায়ক

December 27, 2025 | < 1 min read

Authored By:

Saikat Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:১৫: ভারতীয় মহিলা ক্রিকেটে নতুন এক মাইলফলক ছুঁলেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। অস্ট্রেলিয়ার কিংবদন্তি মেগ ল্যানিংকে পিছনে ফেলে তিনি এখন মহিলা টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ জয়ী অধিনায়ক। শনিবার তিরুঅনন্তপুরমে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে আট উইকেটের জয়ে এই কৃতিত্ব অর্জন করেন হরমনপ্রীত। পাঁচ ম্যাচের সিরিজে ৩–০ ব্যবধানে এগিয়ে থেকেই ভারত সিরিজ নিশ্চিত করে।

এই জয়ের সঙ্গে সঙ্গে টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে হরমনপ্রীতের জয়ের সংখ্যা দাঁড়াল ৭৭টি—১৩০ ম্যাচে। হার ৪৮টি, পরিত্যক্ত পাঁচটি ম্যাচ। তাঁর জয়ের হার ৫৮.৪৬ শতাংশ। অন্যদিকে, মেগ ল্যানিং ১০০ ম্যাচে ৭৬টি জয় পেলেও তাঁর জয়ের হার ৭৬ শতাংশ এবং অধিনায়ক হিসেবে চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন, যা তাঁকে ফরম্যাটের অন্যতম সফল নেতা করে তুলেছে।

ম্যাচের কথায় ফিরলে, টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠায় ভারত। ইমেষা দুলানি, হাসিনি পেরেরা ও কবিশা দিলহারির লড়াকু ইনিংসের ভর করে শ্রীলঙ্কা ২০ ওভারে ৭ উইকেটে তোলে ১১২ রান। ভারতের হয়ে দুরন্ত বোলিং করেন রেণুকা সিং (৪/২১) ও দীপ্তি শর্মা (৩/১৮)। দীপ্তি টি-টোয়েন্টিতে ১৫০ উইকেট নেওয়া প্রথম ভারতীয় বোলার হিসেবে ইতিহাস গড়েন।

জবাবে ঝড়ো ব্যাটিং করেন শেফালি ভার্মা। মাত্র ৪২ বলে অপরাজিত ৭৯ রান করে ভারতকে ১৩.২ ওভারেই জয় এনে দেন তিনি। অধিনায়ক হরমনপ্রীতও গুরুত্বপূর্ণ ২১ রান যোগ করেন। চলতি বছরে শেফালির ফর্ম চোখে পড়ার মতো—৮ ম্যাচে ৩৩৩ রান, গড় ৫৫.৫০।

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর এবার হরমনপ্রীতের সামনে লক্ষ্য—ভারতকে প্রথম মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো। আগামী বছর জুন-জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে চলা সেই টুর্নামেন্টে শক্তিশালী গ্রুপে নামবে ভারত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen