দিঘার জগন্নাথধামেও এবার ‘ধ্বজাদান’ করতে পারবেন ভক্তরা, জেনে নিন বিস্তারিত

December 27, 2025 | < 1 min read

Authored By:

Saikat Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:২৫: পুরীর মন্দিরের মাথায় ধ্বজা দান করেন ভক্তেরা। বিশেষ বিশেষ দিনে কোন ভক্তের দেওয়া ধ্বজা মন্দিরের চূড়ায় উড়বে, তার নিলামও হয়। দিঘায় এখনই সেই নিলাম শুরু না-হলেও ধ্বজা সেবার বন্দোবস্ত করেছেন কর্তৃপক্ষ।

দিঘার জগন্নাথধামে প্রতিদিন বিকেল ৪টে নাগাদ ধ্বজা বাঁধা হয়। মন্দিরে চূড়ায় উঠে সেবায়েতরা পালা করে ধ্বজা বাঁধেন। তা দেখতে বর্তমানে বহু মানুষ ভিড় জমান। এবার থেকে ‘ধ্বজাসেবা’য় সরাসরি অংশ নিতে পারবেন ভক্তরা। ‘ধ্বজাসেবা’র জন্য আগে থেকে বুকিং করতে হবে। সেক্ষেত্রে একটি নম্বরে যোগাযোগ করতে হবে। নম্বরটি হল: ৭৩৬৩০৮৩৮৪২। ওই নম্বরে ফোন করে ধ্বজা ওড়ানোর দিনক্ষণ স্থির করতে পারবেন পুণ্যার্থীরা।

উল্লেখ্য, আট মাসে ১ কোটির রেকর্ড ছুঁতে চলেছে দিঘার জগন্নাথধাম। ২০২৫ সাল শেষ হওয়ার আগেই দর্শনার্থীর সংখ্যা ১ কোটির মাইলফলক স্পর্শ করবে। ‘ধ্বজাসেবা’র সুবিধায় আরও ভক্ত সংখ্যা বাড়বে বলেই আশা করা হচ্ছে। সৈকতশহরের জগন্নাথধামের পোশাকি নাম ‘জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র’। বর্ষশেষে সেখানে শুরু হয়েছে ওড়িয়া নৃত্যের অনুষ্ঠান। শুক্রবার থেকে শুরু হওয়া ওই অনুষ্ঠান চলবে সোমবার পর্যন্ত। দিঘার জগন্নাথধামে ইতিমধ্যেই সকাল, মধ্যাহ্ন ও সন্ধ্যায় ভক্তদের জন্য আট রকম মহাপ্রসাদ বিতরণ করছেন কর্তৃপক্ষ। তালিকায় রয়েছে খিচুড়ি ভোগ, মিষ্টি মহাপ্রসাদ, প্যাঁড়া মহাপ্রসাদ, লুচি-সব্জি মহাপ্রসাদ (প্রাতরাশ), মহাপ্রসাদ (মধ্যাহ্নভোজ), বিশেষ মহাপ্রসাদ (মধ্যাহ্নভোজ), সন্ধ্যার মহাপ্রসাদ, সন্ধ্যার বিশেষ মহাপ্রসাদ। সেই মহাপ্রসাদ পাওয়ার জন্যও একটি নির্দিষ্ট ফোন নম্বরে ফোন করে ‘বুক’ করতে হবে। প্রাতরাশের ‘বুকিং’ করতে হবে তার আগের দিন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen