‘বাংলা ভাষা বলা অপরাধ হতে পারে না’, ওড়িশায় পরিযায়ী শ্রমিক খুনে সরব মমতা, ঘোষণা আর্থিক সাহায্যের

December 27, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:২০: বিজেপি শাসিত রাজ্যগুলিতে কমছে না বাংলাভাষী মানুষদের ওপর নিগ্রহ। এবার এ নিয়ে অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সম্প্রতি ওড়িশায় মুর্শিদাবাদের (Murshidabad) এক পরিযায়ী শ্রমিককে (Migrant worker) পিটিয়ে মারার ঘটনায় শনিবার সোশ্যাল মিডিয়ায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। একইসঙ্গে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আর্থিক সাহায্যের ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী তাঁর বিবৃতিতে জানিয়েছেন, “অতি সম্প্রতি জঙ্গিপুর এলাকার কিছু পরিযায়ী শ্রমিকের উপর বিজেপি- শাসিত ওড়িশা রাজ্যে নানা অত্যাচার নেমে এসেছে। এটা খুবই দুর্ভাগ্যজনক যে জঙ্গিপুরের সুতি এলাকার এক তরুণ পরিযায়ী শ্রমিককে সম্বলপুরে ২৪ শে ডিসেম্বর তারিখে পিটিয়ে মারা হয়েছে। মুর্শিদাবাদে পরিযায়ী শ্রমিকরা ওড়িশা থেকে সন্ত্রস্ত হয়ে বাড়ি ফিরছেন। এই মর্মান্তিক ঘটনায় আমরা পরিবারগুলির সঙ্গে আছি এবং নিহতের পরিবারের প্রতি আমাদের আর্থিক সহায়তাও পৌঁছে যাবে।”

সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় লেখেন, “বাংলা ভাষা বলা কোনো অপরাধ হতে পারে না।” বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষীদের ওপর যে নির্মম অত্যাচার নেমে এসেছে, তার তীব্র ধিক্কার জানিয়ে তিনি বলেন, “মানুষের জীবনের বিনিময়ে কোনো মূল্য হয় না, কিন্তু যেসব ক্ষেত্রে মৃত্যু ঘটছে সেইসব ক্ষেত্রে আমাদের অর্থনৈতিক ক্ষতিপূরণের অঙ্গীকার রইল।”

প্রশাসনিক পদক্ষেপের বিষয়েও বিস্তারিত জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, নিহত তরুণ জুয়েল রানার ঘটনায় পশ্চিমবঙ্গ পুলিশ ইতিমধ্যেই সুতি থানায় ‘জিরো এফআইআর’ (Zero FIR) রুজু করেছে। তৎপরতার সঙ্গে পদক্ষেপ নিয়ে এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য রাজ্য পুলিশের একটি বিশেষ দল ইতিমধ্যেই ওড়িশা পৌঁছেছে।

নিগৃহীত এবং সন্ত্রস্ত পরিযায়ী শ্রমিক পরিবারগুলির পাশে থাকার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্য সরকার সব রকমভাবে তাঁদের সমর্থন দেবে এবং নিগ্রহকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen