বর্ষবরণে দিঘায় রেকর্ড ভিড়ের ইঙ্গিত, সৈকতশহর জুড়ে উৎসবের আমেজ

December 27, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৪৫: বছর শেষ হতে বাকি হাতে গোনা কয়েকটা দিন। তার আগে থেকেই ছুটিতে পর্যটকদের ঢল নেমেছে বাঙালির প্রিয় সমুদ্রনগরী দিঘায়। বড়দিন থেকেই ভিড় বাড়তে শুরু করেছে, হোটেল রিসোর্ট এর চাহিদা তুঙ্গে। প্রায় সব হোটেলই এখন কার্যত হাউসফুলের পথে। আগাম বুকিংয়ের জেরে বহু হোটেলে আর একটিও ঘর খালি নেই। হোটেল মালিকদের দাবি, এ বার পর্যটকের সংখ্যায় নতুন রেকর্ড গড়তে চলেছে পূর্ব মেদিনীপুরের এই সৈকতশহর।

ভিড় সামলাতে এবং পর্যটকদের আকর্ষণ বাড়াতে দিঘা-শংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগামী ৩০ ও ৩১ ডিসেম্বর ওল্ড দিঘার সমুদ্র সৈকতে আয়োজন করা হয়েছে বীচ ফেস্টিভ্যাল। সেখানে একঝাঁক শিল্পীর উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। পাশাপাশি ৩১ ডিসেম্বর রাত ১২টায় নতুন বছরকে স্বাগত জানাতে থাকছে আতসবাজির প্রদর্শনী। অনেক হোটেলেই থাকছে ডিজে নাইট ও বলিউড-টলিউড শিল্পীদের নিয়ে সঙ্গীতানুষ্ঠান।

বর্ষবরণের রাতে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে দিঘা ও মন্দারমণিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বাড়তি পুলিশ মোতায়েনের পাশাপাশি জেলা পুলিশের হোয়াটসঅ্যাপ নম্বরেও অভিযোগ জানাতে পারবেন পর্যটকরা।

বর্তমানে ওল্ড ও নিউ দিঘা মিলিয়ে প্রায় ৮০০টির বেশি হোটেল পরিষেবা দিচ্ছে। আধুনিক হোটেলের সংখ্যা বাড়ায় পরিষেবার মানও অনেক উন্নত হয়েছে। শুধু কলকাতা নয়, রাজ্যের বিভিন্ন জেলা ও ভিনরাজ্য থেকেও পর্যটকরা আসছেন দিঘায়। বাস, প্রাইভেট গাড়ি ও ট্রেনে উপচে পড়া ভিড় তারই প্রমাণ। ব্যবসায়ীদের মতে, সদ্য নির্মিত জগন্নাথ মন্দিরও এই বাড়তি ভিড়ের অন্যতম কারণ। নতুন বছরের প্রথম দিন জগন্নাথদেবের দর্শনে ভিড় আরও বাড়বে বলেই আশাবাদী স্থানীয়রা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen