আলিমুদ্দিনে বাম-আইএসএফ বৈঠক! ছাব্বিশের ‘আসন সমঝোতা’-য় কি ব্রাত্য কংগ্রেস?

December 27, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৪০: ২০২৪-এর লোকসভা নির্বাচনে শেষ মুহূর্তে ভেস্তে গিয়েছিল জোট। তবে সেই তিক্ততা ভুলে ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে ‘পাখির চোখ’ করে ফের কাছাকাছি আসার ইঙ্গিত দিল বামফ্রন্ট ও ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (ISF)। শনিবার আলিমুদ্দিন স্ট্রিটে সিপিআইএম-এর রাজ্য দপ্তরে বাম নেতৃত্বের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী (Nawsad Siddiqui)।

শনিবারের এই হাইভোল্টেজ বৈঠকে উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Basu) এবং সিপিআইএম (CPIM) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। রাজনৈতিক মহলের মতে, চব্বিশের লোকসভার ভুল শুধরে নিয়ে ছাব্বিশের বিধানসভায় আগেভাগেই ‘আসন সমঝোতা’র পথ মসৃণ করতে চাইছে দুই শিবির। তবে এদিনের বৈঠকে কংগ্রেসের অনুপস্থিতি ও নওসাদের বক্তব্যে ‘হাত’ শিবিরের প্রতি উদাসীনতা জোট সমীকরণে নতুন জল্পনা উস্কে দিয়েছে।

সূত্রের খবর, জোট গড়ার আর্জি জানিয়ে কয়েক মাস আগেই বিমান বসুকে চিঠি দিয়েছিলেন নওসাদ সিদ্দিকী। সেই চিঠির সূত্র ধরেই এদিনের বৈঠক। আলিমুদ্দিন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নওসাদ স্পষ্ট জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিজেপি এবং তৃণমূলের হাত থেকে বাংলাকে বাঁচাতে ঐক্যবদ্ধ লড়াই জরুরি। কংগ্রেস প্রসঙ্গে তিনি বলেন, “আমরা বেশ কয়েকমাস আগেই বিমান বসুকে চিঠি পাঠিয়েছিলাম। কংগ্রেসকেও চিঠি পাঠানো হয়েছিল, কিন্তু তাদের তরফে কোনও উত্তর আসেনি। বামেদের তরফে ইতিবাচক সাড়া পাওয়ার পরই আজ আলোচনার জন্য এসেছিলাম।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নওসাদের এই মন্তব্যে কংগ্রেসকে ছাড়াই জোট এগিয়ে নিয়ে যাওয়ার ইঙ্গিত স্পষ্ট।

রুদ্ধদ্বার বৈঠকে ঠিক কী আলোচনা হয়েছে? এ প্রসঙ্গে নওসাদ জানান, নির্দিষ্ট কোনও আসনের নাম বা সংখ্যা নিয়ে অনড় থাকা নয়, বরং জেতার রণকৌশল ঠিক করাই ছিল মূল এজেন্ডা। তাঁর কথায়, “সংখ্যায় আসন বাড়িয়ে নেওয়াটা আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য বিজেপি ও তৃণমূলকে হারানো। তাই যেখানে যে দল শক্তিশালী, তাঁদের সমর্থন করে সেই আসন কীভাবে প্রতিপক্ষের থেকে কেড়ে নেওয়া যায়, সেই লক্ষ্যেই কাজ করা হবে।”

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাম ও কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে ‘সংযুক্ত মোর্চা’র ব্যানারে লড়েছিল আইএসএফ (ISF)। সেবার বাম-কংগ্রেস শূন্য পেলেও ভাঙড় থেকে জিতেছিলেন নওসাদ। কিন্তু ২০২৪-এর লোকসভা নির্বাচনে শেষ মুহূর্তে আসন সমঝোতা না হওয়ায় জোট ভেস্তে যায় এবং একাধিক আসনে বাম ও আইএসএফ পরস্পরের বিরুদ্ধে প্রার্থী দেয়। সেই অতীত ভুলে ছাব্বিশে ফের জোট বাঁধার জোরালো ইঙ্গিত মিলল এদিনের বৈঠকে।

অন্যদিকে, ভরতপুরের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীর সম্প্রতি নতুন দল ‘জনতা উন্নয়ন পার্টি’ (JUP) ঘোষণা করে দাবি করেছিলেন যে আইএসএফ-এর সঙ্গে তাঁর জোট হবে। মিমের (AIMIM) সঙ্গেও সমঝোতার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। তবে এদিনের বৈঠকে হুমায়ুন কবীরের দাবিকে কার্যত নস্যাৎ করে দিয়েছেন নওসাদ। তিনি সাফ জানান, “এই ধরণের কোনও প্রস্তাব বা কথা আমার কাছে এসে পৌঁছয়নি এবং এব্যাপারে আমি কিছুই জানি না।”

সব মিলিয়ে, কংগ্রেসের ‘নীরবতা’র মাঝেই আলিমুদ্দিনে বাম-আইএসএফ বৈঠক রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen