কবে থেকে শুরু হচ্ছে ISL? প্রকাশ্যে AIFF-র নতুন রোডম্যাপ

December 27, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:৩০: ভারতীয় ফুটবলে আমূল পরিবর্তনের ইঙ্গিত। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ইন্ডিয়ান সুপার লিগ (ISL) শুরুর সম্ভাব্য তারিখ এবং লিগের ভবিষ্যৎ নিয়ে একটি নতুন খসড়া প্রস্তাব বা রোডম্যাপ পেশ করল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF)। আগামী ২০ বছরের জন্য লিগের মালিকানা ও পরিচালনার রাশ নিজেদের হাতে নেওয়ার প্রস্তাব দিয়েছে দেশের ফুটবল নিয়ামক সংস্থা।

সম্প্রতি আইএসএল-এর ১৪টি ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে এই নতুন রূপরেখা তুলে ধরে এআইএফএফ(AIFF)। সুপ্রিম কোর্ট নির্দেশিত নতুন সংবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং লিগ দ্রুত শুরু করার লক্ষ্যেই এই পদক্ষেপ।

ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল এম সত্যানারায়ণ জানিয়েছেন, সব কিছু পরিকল্পনা মাফিক এগোলে আগামী ৫ ফেব্রুয়ারি থেকে এবারের আইএসএল মরশুম শুরু হতে পারে। যদি এই তারিখে খেলা শুরু হয়, তবে লিগে মোট ১৯০টি ম্যাচ আয়োজন করা সম্ভব হবে।

২০২৬-২৭ মরশুম থেকে ভারতীয় ফুটবল পুরোপুরি এশীয় ফুটবল কনফেডারেশন (AFC)-এর ক্যালেন্ডার মেনে চলবে। অর্থাৎ, প্রতি বছর ১ জুন থেকে ৩১ মে পর্যন্ত লিগ সাইকেল চলবে। এই নতুন ব্যবস্থাতেই প্রথমবারের মতো ভারতীয় ফুটবলে প্রোমোশন (উত্তরণ) এবং রিলিগেশন (অবনমন) পদ্ধতি চালু করার প্রস্তাব রাখা হয়েছে।

চ্যাম্পিয়ন দল যাতে ‘এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু’-তে অংশ নিতে পারে, তার জন্য এএফসি-র কাছে বিশেষ অনুমতি চাইবে ফেডারেশন। প্রসঙ্গত, সুপার কাপ জিতে ইতিমধ্যেই এশীয় পর্যায়ে নিজেদের জায়গা পাকা করে রেখেছে এফসি গোয়া।

ফেডারেশনের প্রস্তাবিত আর্থিক মডেলে বেশ কিছু পরিবর্তনের কথা বলা হয়েছে:
* প্রথম মরশুমের জন্য ‘সেন্ট্রাল অপারেশনাল বাজেট’ ধরা হয়েছে ৭০ কোটি টাকা।
* প্রতিটি ক্লাবকে বার্ষিক ১ কোটি টাকা ‘পার্টিসিপেশন ফি’ বা অংশগ্রহণের ফি হিসেবে ফেডারেশনকে দিতে হবে।
* মোট আয়ের ১০ শতাংশ রাখবে এআইএফএফ এবং ৩০ শতাংশ বরাদ্দ থাকবে বাণিজ্যিক অংশীদারের জন্য।
* যদি মোট আয় ৯৬ কোটি টাকার গণ্ডি পার করে, তবে আয়ের ৬০ শতাংশ অর্থ ক্লাবগুলোর মধ্যে বণ্টন করা হবে। এর মধ্যে ৫০ শতাংশ সব ক্লাব সমানভাবে পাবে এবং বাকি ১০ শতাংশ পারফরম্যান্স বা বিনিয়োগের ভিত্তিতে দেওয়া হবে।

যেসব ক্লাব ৮ বছরের বেশি সময় ধরে লিগে রয়েছে, তাদের বিনিয়োগকে সম্মান জানাতে বিশেষ ‘শেয়ার’-এর ব্যবস্থা রাখা হয়েছে। তারা ১ শতাংশ অতিরিক্ত শেয়ার পাবে। এছাড়া, রিলিগেশন হয়ে লিগ থেকে নেমে গেলেও ক্লাবগুলোর বিনিয়োগের একটি অংশ সুরক্ষিত রাখার আশ্বাস দেওয়া হয়েছে এই প্রস্তাবে।

২০২৫-২৬ মরশুমের মডেল নিয়ে ক্লাবগুলোর মধ্যে কিছুটা মতপার্থক্য রয়েছে। আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর পুনরায় বৈঠকে বসবে সব পক্ষ। সেখানেই এই প্রস্তাবের চূড়ান্ত পরিণতি জানা যেতে পারে। ক্লাবগুলি একমত হলে ফেডারেশনের বার্ষিক সাধারণ সভায় (AGM) এই প্রস্তাবটি পাস করানো হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen