U 19 World Cup: টিম ইন্ডিয়ার সারথি ১৪ বছরের বৈভব, স্কোয়াড ঘোষণা করল BCCI

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:০০: আগামী বছরের শুরুতেই ক্রিকেটপ্রেমীদের জন্য অপেক্ষা করছে জোড়া উৎসব। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই অনুষ্ঠিত হতে চলেছে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ (Under-19 World Cup)। এই মেগা ইভেন্টের জন্য শনিবার (২৭ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে ১৫ সদস্যের দল ঘোষণা করল বিসিসিআই (BCCI)। বিশ্বকাপের মূল দলে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে আয়ুষ মাত্রেকে। তবে ক্রিকেট বিশ্বের নজর কেড়েছে ১৪ বছর বয়সী বিস্ময় বালক বৈভব সূর্যবংশী, যাকে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের জন্য অধিনায়ক নির্বাচিত করা হয়েছে।
২০২৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে জিম্বাবোয়ে ও নামিবিয়ায়। টুর্নামেন্ট শুরু হবে ১৫ জানুয়ারি থেকে এবং চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ভারত তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৫ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে। এরপর ১৭ জানুয়ারি একই মাঠে বাংলাদেশের মুখোমুখি হবে ‘মেন ইন ব্লু’। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৪ জানুয়ারি ভারতের প্রতিপক্ষ শক্তিশালী নিউ জিল্যান্ড।
এবারের টুর্নামেন্টে মোট ১৬টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে। ভারত রয়েছে গ্রুপ ‘বি’-তে। গ্রুপ পর্ব শেষে সুপার সিক্স রাউন্ড, সেমিফাইনাল এবং সবশেষে হারারেতে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। প্রসঙ্গত, ভারত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সফল দল। ২০০০, ২০০৮, ২০১২, ২০১৮ এবং ২০২২ সালে চ্যাম্পিয়ন হয়ে মোট পাঁচবার ট্রফি ঘরে তুলেছে ভারত।
বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বেনোনিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে ভারত। তবে এই সফরে চোটের কারণে দলের সঙ্গে যেতে পারছেন না বিশ্বকাপের জন্য নির্বাচিত অধিনায়ক আয়ুষ মাত্রে এবং সহ-অধিনায়ক বিহান মলহোত্রা। দুজনেই কব্জির চোটের কারণে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাব করবেন এবং সরাসরি বিশ্বকাপের দলে যোগ দেবেন।
এই পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকা সফরে নেতৃত্বের বড় দায়িত্ব দেওয়া হয়েছে ১৪ বছর বয়সী প্রতিভাবান ব্যাটার বৈভব সূর্যবংশীর কাঁধে। এত কম বয়সে জাতীয় দলের বয়সভিত্তিক স্তরে নেতৃত্ব দেওয়া নিঃসন্দেহে এক বড় নজির। নির্বাচকরা মনে করছেন, এই সফর তরুণ তুর্কিদের বিশ্বকাপের আগে নিজেদের ছন্দ ঝালিয়ে নেওয়ার সেরা মঞ্চ।
এক নজরে ঘোষিত ভারতীয় দল:
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দল (২০২৬):
আয়ুষ মাত্রে (অধিনায়ক), বিহান মলহোত্রা (সহ-অধিনায়ক), বৈভব সূর্যবংশী, অ্যারন জর্জ, বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুণ্ডু (উইকেটকিপার), হরবংশ সিং (উইকেটকিপার), আরএস অম্বরিশ, কনিষ্ক চৌহান, খিলান এ প্যাটেল, মহম্মদ এনান, হেনিল প্যাটেল, ডি দীপেশ, কিষান কুমার সিং এবং উদ্ভব মোহন।
দক্ষিণ আফ্রিকা সফরের দল:
বৈভব সূর্যবংশী (অধিনায়ক), অ্যারন জর্জ (সহ-অধিনায়ক), বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুণ্ডু (উইকেটকিপার), হরবংশ সিং (উইকেটকিপার), আরএস অম্বরিশ, কনিষ্ক চৌহান, খিলান এ প্যাটেল, মহম্মদ এনান, হেনিল প্যাটেল, ডি দীপেশ, কিষান কুমার সিং, উদ্ভব মোহন, যুবরাজ গোহিল এবং রাহুল কুমার।