দিল্লিতে নীরজ চোপড়া–হিমানি মোরের রিসেপশন, উপস্থিত প্রধানমন্ত্রী মোদী

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৯.৪০: অলিম্পিক সোনা জয়ী জ্যাভলিন তারকা নীরজ চোপড়া ও তাঁর স্ত্রী হিমানি মোর চোপড়ার বিবাহোত্তর সংবর্ধনা ঘিরে শনিবার দিল্লিতে বসেছিল তারকাখচিত আসর। চলতি বছরের জানুয়ারিতে ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে সেরেছিলেন নীরজ–হিমানি। সেই বিয়ের পর এটি তাঁদের অন্যতম বড় রিসেপশন অনুষ্ঠান, যেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। জানা যাচ্ছে, আগামী দিনে আরও একটি সংবর্ধনার আয়োজন করতে পারেন ভারতের প্রথম অ্যাথলেটিক্সে অলিম্পিক সোনা জয়ী এই তারকা।
বিয়ের খবর সামনে এসেছিল নীরজের ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে। সেখানে তিনি লিখেছিলেন, “পরিবারের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করছি। এই মুহূর্তে পৌঁছতে যে সব আশীর্বাদ আমাকে পথ দেখিয়েছে, তার জন্য কৃতজ্ঞ। ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে সুখের পথে এগিয়ে চলা।” সেই পোস্ট ঘিরে দেশজুড়ে শুভেচ্ছার বন্যা বয়ে যায়।
২৫ বছরের হিমানি মোর নিজেও একজন ক্রীড়াবিদ। সোনিপতের বাসিন্দা হিমানি একজন টেনিস খেলোয়াড় এবং পড়াশোনার দিক থেকেও অত্যন্ত কৃতী। তিনি দিল্লির মিরান্ডা হাউস থেকে পলিটিক্যাল সায়েন্স ও ফিজিক্যাল এডুকেশনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে আমেরিকার নিউ হ্যাম্পশায়ারের ফ্র্যাঙ্কলিন পিয়ার্স ইউনিভার্সিটি থেকে স্পোর্টস ম্যানেজমেন্টে মাস্টার্স করেন। তাঁর ভাই হিমাংশুও টেনিস খেলোয়াড়। ২০১৭ সালে তাইপেইতে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে অংশ নিয়েছিলেন হিমানি এবং ২০১৬ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপে সোনা জয়ের নজির রয়েছে তাঁর ঝুলিতে।
সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন নীরজ ও হিমানি। এক্স (প্রাক্তন টুইটার)-এ মোদি লেখেন, “৭, লোক কল্যাণ মার্গে নীরজ চোপড়া ও তাঁর স্ত্রী হিমানি মোরের সঙ্গে দেখা হলো। খেলাধুলা সহ নানা বিষয় নিয়ে দারুণ আলোচনা হয়েছে।”
এই মুহূর্তে প্রতিযোগিতা থেকে সাময়িক বিরতিতে রয়েছেন নীরজ চোপড়া। চলতি বছরে দোহা ডায়মন্ড লিগে ৯০ মিটার অতিক্রম করলেও চোট ও ফিটনেস সমস্যার কারণে সেপ্টেম্বরের বিশ্ব চ্যাম্পিয়নশিপে নিজের খেতাব ধরে রাখতে পারেননি, শেষ করেন অষ্টম স্থানে। তবে বেঙ্গালুরুতে নিজের নামে আয়োজিত জ্যাভলিন প্রতিযোগিতায় জয় তুলে নিয়ে আবারও নজর কেড়েছেন তিনি। নতুন মরশুমের শুরুতে কোচ হিসেবে যুক্ত করেছেন চেক প্রজাতন্ত্রের কিংবদন্তি জান জেলেজনিকে—তিনবারের অলিম্পিক সোনাজয়ী ও বিশ্বরেকর্ডধারী এই কোচের হাত ধরেই নতুন স্বপ্ন দেখছেন নীরজ।