ডবল ইঞ্জিন রাজ্যগুলিকে পিছনে ফেলে মাসিক গড় আয়ে দেশে দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ

December 28, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৯.৫০: মাসের শেষে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হওয়া টাকার অঙ্ক নিয়ে সন্তুষ্টি বোধ করেন—এমন মানুষ বোধহয় হাতে গোনা। সাধারণ বিশ্বাসই হল, আয়ের পরিমাণ যতই হোক, তা কখনও ‘যথেষ্ট’ মনে হয় না। কিন্তু সাম্প্রতিক একটি পরিসংখ্যান বাংলার মানুষদের জন্য নিঃসন্দেহে স্বস্তির খবর দিচ্ছে। ২০২৫ সালের হিসেব অনুযায়ী গড় আয়ের নিরিখে দেশের প্রায় সব রাজ্যকেই পিছনে ফেলেছে পশ্চিমবঙ্গ—শুধু উত্তরপ্রদেশ ছাড়া।

দেশজুড়ে করা এক সমীক্ষায় উঠে এসেছে, ভারতে একজন মানুষের মাসিক গড় আয় সর্বনিম্ন ৮ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১ লক্ষ ৪৩ হাজার টাকার মধ্যে ঘোরাফেরা করছে। বার্ষিক গড় আয় দাঁড়িয়েছে ৯ লক্ষ ৪৫ হাজার ৪৮৯ টাকা। সেই তুলনায় পশ্চিমবঙ্গের মানুষের মাসিক গড় আয় ২০ হাজার ২১০ টাকা, যা মহারাষ্ট্র, তামিলনাড়ু, কেরল, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং বিহারের মতো রাজ্যগুলিকেও ছাপিয়ে গিয়েছে। উল্লেখযোগ্যভাবে, এই রাজ্যগুলির অনেকগুলিতেই বিজেপির ডবল ইঞ্জিন সরকার রয়েছে। অন্যদিকে, সবচেয়ে কম গড় আয় লাক্ষাদ্বীপে—মাসে মাত্র ১৪ হাজার ২৬০ টাকা।

বয়সভিত্তিক হিসেব বলছে, ৩৫ থেকে ৪৪ বছর বয়সীরাই সবচেয়ে বেশি রোজগার করেন। তাঁদের পরেই রয়েছেন ৪৫–৫৪ এবং ২৫–৩৪ বছর বয়সিরা। অর্থাৎ কেরিয়ারের শুরু বা শেষ—কোনও পর্যায়েই আয়ের শিখরে পৌঁছন না অধিকাংশ মানুষ। লিঙ্গভিত্তিক পরিসংখ্যানেও ব্যবধান স্পষ্ট—পুরুষদের গড় বার্ষিক আয় ১৯ লক্ষ ৫৩ হাজার ৫৫ টাকা, যেখানে মহিলাদের আয় ১৫ লক্ষ ১৬ হাজার ২৯৬ টাকা। গ্লাসডোরের এই সমীক্ষা আরও জানাচ্ছে, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে সব ক্ষেত্রেই আয় বেড়েছে—যা অর্থনীতির দিক থেকে আশাবাদের ইঙ্গিত দিচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen