লাগাতার ধর্ষণের পর তরুণীকে হুমকি BJP কাউন্সিলরের স্বামীর, ভাইরাল ভিডিও

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০.৫০: একটি ভাইরাল ভিডিও নিয়ে অস্বস্তিতে বিজেপি। সেখানে দেখা যাচ্ছে, মধ্যপ্রদেশের এক বিজেপি কাউন্সিলরের স্বামী এক মহিলাকে ধর্ষণ ও লাগাতার যৌন হেনস্তা করে বুক ফুলিয়ে বলছেন, ”আমার কিচ্ছু হবে না।” ওই ইরাল ক্লিপে মহিলাকে কাঁদতে কাঁদতে বলতে শোনা যাচ্ছে, ”আমি কিন্তু ভিডিওটা সোশাল মিডিয়ায় দিয়ে দেব।” যার উত্তরে অশোক বলছেন, ”আমার কে কী করবে? কিস্যু হবে না। যেখানে খুশি অভিযোগ করো, আমার কিছুই হবে না।” যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি দৃষ্টিভঙ্গি।
জানা গিয়েছে, ভিডিওয় যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তিনি অশোক সিং। তাঁর স্ত্রী রামপুর বাঘেলান নগর পরিষদের বিজেপি কাউন্সিলর। নির্যাতিতা গত সোমবার সাতনার পুলিশ সুপারিটেন্ডেন্ট হংসরাজ সিংকে লিখিত অভিযোগ জানান অশোকের বিরুদ্ধে। অভিযোগ করেন, ৬ মাস আগে তাঁকে ধর্ষণ করেন অশোক। তবুও নিজের ও পরিবারের সুরক্ষার কথা ভেবে লাগাতার হুমকির মুখে চুপ থেকেছেন। হংসরাজ দ্রুত অভিযোগটি পাঠিয়ে দেন ডেপুটি সুপারিটেন্ডেন্ট মনোজ ত্রিবেদীকে। কিন্তু পাঁচদিন কেটে গেলেও পুলিশ নিষ্ক্রিয়ই রয়েছে বলে দাবি ওই তরুণীর।
তিনি দাবি করেছেন, অশোক সিং তাঁর বাড়িতে ঢুকে ছুরি দেখিয়ে তাঁকে ধর্ষণ করেছেন। পুরো ঘটনাটাই মোবাইলে ক্যামেরাবন্দিও করেছেন। সেই সঙ্গেই হুমকিও দিয়েছেন, মুখ খুললে তাঁকে ও তাঁর পরিবারকে শেষ করে দেবেন। নির্যাতিতার আরও অভিযোগ, ২০ ডিসেম্বর ফের তাঁকে যৌন হেনস্তা করেন অশোক। এবং ফের হুমকি দেন মুখ খুললে পরিণতি হবে সাংঘাতিক। অশোকের ক্রিমিনাল রেকর্ড রয়েছে বলেও জানিয়েছেন তিনি। তাঁর দাবি, নিয়মিতই তাঁর দোকানে এসে হুমকি দিয়ে যান অশোক।
ये सतना में बीजेपी पार्षद का पति है, अपराधी है…रेप पीड़ित को धमकी दे रहा है , पुलिस को अपशब्द कह रहा है लेकिन आराम से घूम फिर रहा है pic.twitter.com/VGiOunALlc
— Anurag Dwary (@Anurag_Dwary) December 27, 2025