খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটজনক, মধ্যরাতে হাসপাতালে পুত্র তারেক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২.০০: ঢাকার কেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন ও প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা গভীরভাবে উদ্বেগজনক বলে জানা গেছে। শনিবার গভীর রাতে চিকিৎসকেরা সাংবাদিকদের জানিয়েছেন, প্রাক্তন প্রধানমন্ত্রীর শরীরের পরিস্থিতি বর্তমানে সংকটজনক এবং অত্যন্ত জটিল।
মেডিকেল বোর্ডের সদস্য ও চিকিৎসক ড. এ জেড এম জাহিদ হোসেন জানান, কিছুদিন আগে পর্যন্ত খালেদা জিয়ার শারীরিক অবস্থায় সামান্য উন্নতি লক্ষ্য করা যাচ্ছিল। তবে বর্তমানে পরিস্থিতি প্রত্যাশার চেয়ে খারাপ এবং বিশেষ যত্নের প্রয়োজন। গত মাসের ২৩ তারিখ থেকে কেয়ার হাসপাতালে ভর্তি খালেদাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার পরিকল্পনা ছিল, তবে এখন তাঁর অবস্থার কারণে বিদেশে নেওয়া সম্ভব হচ্ছে না। ঢাকায় অপেক্ষমাণ ওমানের আধুনিক এয়ার অ্যাম্বুলেন্স থাকা সত্ত্বেও চিকিৎসকরা স্থানীয় চিকিৎসা অব্যাহত রাখার পরামর্শ দিয়েছেন।
এই সময় খালেদার পাশে রয়েছেন পুত্র তারেক রহমান ও পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরার পর তারেক হাসপাতালে এসে মাকে দেখেন। চিকিৎসকরা সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করে জানান, তারা খালেদার সর্বোচ্চ যত্ন নিশ্চিত করতে হাসপাতালে মেডিকেল বোর্ডের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছেন। সাবেক প্রধানমন্ত্রীর অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে, এবং পরিবারের পাশাপাশি চিকিৎসা সংস্থা সর্বাত্মক প্রস্তুতিতে রয়েছে।