English Premier League Wrap: প্রিমিয়ার লিগে শীর্ষে,আর্সেনাল, লড়াইয়ে টিকে সিটি ও ভিলা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২.৩০: ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা আর্সেনালের নেতৃত্ব এখনো অটুট, যদিও শীর্ষ লড়াই আরও কঠিন হয়ে উঠেছে। শনিবারের ম্যাচে ব্রাইটনের বিরুদ্ধে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে মাইকেল আর্টেটার দল। মার্টিন ওদেগার্ড ১৪ মিনিটে গোলের খাতা খুলে দেন, এরপর দ্বিতীয়ার্ধে জর্জিনিও রুটারের কর্নার থেকে ব্রাইটনের জড়ো গোলের সুযোগে নিজের জালে বল ঢুকে যায়। শেষের দিকে ব্রাইটনকে দুঃসাহসিক কমব্যাকের চেষ্টা থেকে রক্ষা করেছেন ডেভিড রায়া।
একই দিনে ম্যানচেস্টার সিটি নটিংহাম ফোরেস্টকে ২-১ পরাজিত করে শীর্ষে স্থান গ্রহণের চেষ্টা চালায়। ওমারি হাটচিনসনের সমান গোলের পর রায়ান চেরকি ৮৩ মিনিটে নির্ধারক গোল করে সিটির লড়াই আরও মজবুত করেন।
অ্যাস্টন ভিলা চেলসিকে ২-১ পরাজিত করে তাদের অব্যাহত উত্থান দেখিয়েছে। জোয়াও পেদ্রোর প্রথমার্ধের গোলের পর, অলি ওয়াটকিনস বেঞ্চ থেকে নেমে মাত্র পাঁচ মিনিটে সমান গোল করেন এবং পরবর্তীতে বিজয়ী হেডারে ম্যাচ শেষ করেন।
লিভারপুলও উত্থান অব্যাহত রাখে, উলভসকে ২-১ পরাজিত করে এবং সাত ম্যাচে অপরাজিত রেকর্ড ধরে রাখে। রায়ান গ্রাভেনবার্চ ও ফ্লোরিয়ান উয়ার্টজের গোল লিভারপুলকে জেতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অন্য ম্যাচে, ব্রেন্টফোর্ড বোর্নমাউথকে ৪-১ গোলে হারায়, ফুলহাম ও বার্নলি যথাক্রমে ১-০ ও ০-০ ফল অর্জন করে। প্রিমিয়ার লিগের শীর্ষ লড়াই এখন আরও উত্তেজনাপূর্ণ, তিন দলের মধ্যে মাত্র তিন পয়েন্ট ব্যবধান রয়ে গেছে।