বিষ্ণুপুর মেলায় জিতের অনুষ্ঠানে জনজোয়ার, ভাঙচুর, লুট দোকান

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩.০০: রাঢ় বাংলার কুটিরশিল্প, পর্যটন এবং সংস্কৃতিকে তুলে ধরার উদ্দেশে প্রতি বছর বাঁকুড়ার বিষ্ণুপুরে মেলা বসে। এ বছর গত ২৩ ডিসেম্বর থেকে মেলা শুরু হয়েছে। শনিবার সন্ধ্যা পর্যন্ত আনন্দ মুখর ছিল পরিবেশ। তাল কাটে তার পরে। রাতে মেলার যদুভট্ট মঞ্চে একটি বিচিত্রা অনুষ্ঠান হয়েছিল। তাতে উপস্থিত হন টলিউড নায়ক জিৎ।
রাতে অভিনেতা জিতের অনুষ্ঠানে কার্যত জনজোয়ার হয়েছিল। মানুষের ভিড় সামাল দিতে পারেনি পুলিশ। অভিনেতাকে দেখতে না পেয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ শুরু হয়। চলে ভাঙচুর। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় অনুষ্ঠানস্থলে থাকা চেয়ার। ভাঙচুর চালানো হয়েছে মেলায় বসা অস্থায়ী দোকানেও।
রাত সাড়ে ৮টা নাগাদ মঞ্চে আসেন জিৎ এবং সহ-শিল্পীরা। কিছু ক্ষণের মধ্যে মঞ্চের সামনে ভিড় উপচে পড়ে। জিৎকে দেখতে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে কাতারে কাতারে মানুষ জড়ো হয়েছিলেন মেলায়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ভিড় এতটাই বেড়ে যায় যে সামাল দিতে ব্যর্থ হয় পুলিশ। উৎসাহী দর্শকদের ধাক্কাধাক্কিকে কিছু ক্ষণের মধ্যেই রণক্ষেত্রের চেহারা নেয় অনুষ্ঠানস্থল।