প্রয়াত কবি, সাংবাদিক জ্যোতির্ময় দত্ত
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৫৩: চলে গেলেন কবি, সাংবাদিক, প্রাবন্ধিক জ্যোতির্ময় দত্ত (Jyotirmoy Dutta)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। রবিবার সকালে কলকাতায় প্রয়াত হন তিনি। বেশ কিছু দিন ধরে বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি।
প্রয়াত সাংবাদিকের জন্ম ১৯৩৬ সালে, কলকাতায়। তাঁর পড়াশোনা ইংরেজি সাহিত্য নিয়ে। ‘দ্য স্টেটসম্যান’ সহ একাধিক সংবাদপত্রে কাজ করেছেন জ্যোতির্ময়। ‘কলকাতা’ শীর্ষক সাময়িক পত্র তাঁকে খ্যাতি এনে দিয়েছিল। জরুরি অবস্থা এবং তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কড়া সমালোচনা করায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ৬ মাস কলকাতার প্রেসিডেন্সি জেলে বন্দি ছিলেন সে সময়ে।
জীবনানন্দ দাশ এবং বিনয় মজুমদারকে অসামান্য কাজ করেছেন তিনি। কাব্যগ্রন্থ, গল্পগ্রন্থের পাশাপাশি রয়েছে ‘আমার নাই বা হল পারে যাওয়া’ নামক আত্মস্মৃতিমূলক রচনা। শিকাগো বিশ্ববিদ্যালয়, আইওয়া বিশ্ববিদ্যালয়ের মতো অগ্রণী প্রতিষ্ঠানে অতিথি অধ্যাপক হিসাবে পড়িয়েছেন।