SIR-র চাপে বাঁকুড়ার রানিবাঁধে আত্মঘাতী এক BLO, মিলল সুইসাইড নোট

December 28, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৩৪: SIR-র মৃত্যু মিছিল জারি। একদিকে, আতঙ্কে প্রাণ হারাচ্ছেন ভোটাররা। অন্যদিকে, SIR সংক্রান্ত কাজের মাত্রাতিরিক্ত চাপে আত্মহত্যা করছেন BLO-রা। কেউ কেউ আবার অসুস্থ হয়ে মারা যাচ্ছেন। এবার বাংলায় SIR-র চাপে আরও এক BLO আত্মহত্যা করলেন। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার রানিবাঁধে। রবিবার সকালে উদ্ধার হয়েছে BLO-র দেহ।

মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয়েছে মৃতের সই করা একটি নোট। তাতে লেখা, “আমি আর চাপ নিতে পারছি না।” দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে। জানা গিয়েছে, মৃতের নাম হারাধন মণ্ডল। বাঁকুড়ার রানিবাঁধ ব্লকের রাজাকাটার ২০৬ নম্বর বুথে BLO হিসাবে কর্মরত ছিলেন তিনি।

রবিবার সকালে পেশায় স্কুলশিক্ষক BLO হারাধন মণ্ডলের ঝুলন্ত দেহ স্কুল থেকে উদ্ধার হয়। পরিবারের দাবি, মৃতদেহের পাশেই মিলেছে একটি চিঠি। চিঠিতে লেখা ছিল, “আমি আর চাপ নিতে পারছি না, বিদায়। এই কাজের জন্য আমিই দায়ী। এর সঙ্গে কারও যোগ নেই, ভুল আমার। আমার ছেলে কোনও কাজ করতে দেয়নি। আমি সব করেছি। আমি কাউকে বিশ্বাস করিনি। সব ঠিক করে ভুল করলাম। ক্ষমা কর আমাকে।” চিঠির নিচে তারিখ দিয়ে সইও রয়েছে তাঁর।

বাঁকুড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায়। খবর পেয়ে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রসঙ্গত, চলতি বছরের অক্টোবরের শেষদিকে বাংলায় SIR ঘোষণা করে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে আমজনতার মনে জাঁকিয়ে বসেছে। তাড়া করছে দেশছাড়া হওয়ার ভয়। বিজেপি নেতাদের হুমকি, ধমকিতে একের পর এক মর্মান্তিক ঘটনা ঘটছে। দেশছাড়া হওয়ার আতঙ্কে অনেকেই আত্মহত্যা করেছেন। শুধু ভোটাররা নন, BLO-রাও কাজের চাপে আত্মহত্যা করছেন বলে অভিযোগ উঠছে। অনেকে অতিরিক্ত কাজের চাপে অসুস্থ হয়েও মারা হচ্ছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen