SIR in Bengal: শুনানি কেন্দ্রের পাশে তৃণমূলের সহায়তা শিবির, ভার্চুয়াল বৈঠকে ঘোষণা অভিষেকের

December 28, 2025 | 3 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৩৮: বাংলায় SIR-র শুনানি চলছে। সোমবার থেকে শুনানি কেন্দ্রের পাশে থাকবে তৃণমূলের সহায়তা শিবির। আজ, রবিবার ১ লক্ষ ২০ হাজার বিএলএ ২-র সঙ্গে বৈঠক করেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ভার্চুয়াল মাধ্যমে বৈঠক আয়োজিত হয়। সেখানেই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন দলের সেনাপতি।

শনিবার ছিল SIR-র শুনানির প্রথম দিন। শুনানিতে অসুস্থ, প্রবীণ, বয়স্কদের শুনানিতে ডাকা নিয়ে বিতর্ক শুরু হয়। তীব্র ঠান্ডায় প্রথম দিনই সর্বত্র বহু অশীতিপর এবং নবতিপরকে লাইনে দাঁড়াতে দেখা যায়। যদিও আগে কমিশন জানিয়েছিল, ৮৫ পার হওয়া প্রবীণ ভোটারদের শুনানিতে ডাকা হবে না। অন্যদিকে, পশ্চিম মেদিনীপুরে হাসপাতালে ভর্তির দিনই এক অন্তঃসত্ত্বাকেও শুনানির লাইনে দেখা গিয়েছে।

হিয়ারিংকে কেন্দ্র করে বৃদ্ধদের হেনস্তার প্রতিবাদে গর্জে ওঠেন অভিষেক। তিনি বলেন, “বৃদ্ধ-বৃদ্ধাদের এভাবে হেনস্তা বরদাস্ত করব না। তৃণমূলের তরফে আগামীকাল প্রতিনিধিদল যাবে কমিশনে।” এর পরই অভিষেকের প্রশ্ন, “দেশের মধ্যে একমাত্র তৃণমূল এর প্রতিবাদ করেছে। যদি প্রবীণদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা থাকে তাহলে কেন হিয়ারিংয়ের ক্ষেত্রে তা হবে না?” তৃণমূলের অভিযোগ, রাজ্যবাসীকে হেনস্তা করা হচ্ছে। তাই বাংলার মানুষের পাশে দাঁড়াতে SIR শুনানি কেন্দ্রের পাশে সহায়তা শিবির গড়বে তৃণমূল। শিবির থেকেই অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন শাসক শিবিরের নেতা-কর্মীরা। এছাড়াও মানুষের সুবিধায় রাজ্য প্রশাসনের তরফে ‘মে আই হেল্প ইউ’ ক্যাম্প করা হয়।

সাধারণ মানুষের হেনস্তার প্রতিবাদে, আগামীকাল সোমবার রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে যাবে তৃণমূলের প্রতিনিধি দল। এদিনের বৈঠকে সেকথাও জানান অভিষেক। এদিন বিএলএ ২-দের কাজের প্রশংসাও করেন অভিষেক। তাঁর কথায়, “আপনাদের নাম স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় লেখা থাকবে।”

সূত্রের খবর, বৈঠকে কমিশনকেও নিশানা করেন অভিষেক। ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, “বিজেপির কাছে এজেন্সি আছে, তৃণমলের কর্মী আছে। ওরা আজ পর্যন্ত রিপোর্ট কার্ড প্রকাশ করেনি। তৃণমূলের সরকার উন্নয়নের পাঁচালি প্রকাশ করেছে। আমরা দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে পদক্ষেপ করি, ওরা দোষীদের সাদরে গ্রহণ করে।” অভিষেক আরও বলেন, “বিজেপি বাংলার ডিএনএ বোঝে না। ওরা ভাগাভাগি করে দাঙ্গা করে ক্ষমতায় আসার চেষ্টা করছে। কিন্তু বাংলার ডিএনএ বদল করতে পারবে না ওরা।”

add

সোমবার থেকে প্রতিটি শুনানি কেন্দ্রের বাইরে শিবির করবেন তৃণমূল কর্মী ও বিএলএ-রা।

কী কী কাজ করবেন তাঁরা? আজ, রবিবারের ভার্চুয়াল বৈঠক থেকে নির্দেশ দিয়ে দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

অভিষেকের নির্দেশ, সোমবার থেকে প্রত্যেকটি হিয়ারিং সেন্টারের বাইরে তৃণমুলের সহায়তা শিবির করতে হবে। মানুষকে সাহায্য করতে হবে। হিয়ারিং ভেন্যুতে পড়ে থাকতে হবে। সকাল ৯ টা থেকে শিবির শুরু হবে। কারা এলো, কারা এলো না সব মিলিয়ে নিতে হবে। ভোটার তালিকা হাতে নিয়ে বসতে হবে। যারা এলো না দরকারে গাড়ি নিয়ে গিয়ে তাদের নিয়ে আসতে হবে শুনানি কেন্দ্রে। হিয়ারিং-এ যাতে কেউ বাদ না-পড়েন, তা দেখতে হবে বিএলএ-দের।

বিএলএ-২-দের প্রতি তাঁর নির্দেশ, অবশ্যই হিয়ারিং-এ থাকবেন। কোথাও কোনও সমস্যা হলে কমিশনকে জানাতে হবে। বিএল এ-২-দের অনেক যায়গায় থাকতে দিচ্ছে না। এটা চলবে না। যদি বলে, থাকা যাবে না, বলবেন নোটিশ দেখান। কমিশন যদি সিদ্ধান্ত নেয় বিএলএ-২ থাকবে না, তখন অন্য সিদ্ধান্ত নেওয়া হবে।

নেতা কর্মীদের ভার্চুয়াল বৈঠকে সতর্কও করলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। যে কোনও পরিস্থিতির মোকাবিলায় কর্মী ও বিএলএ-দের কীভাবে কাজ করতে হবে, তাও স্পষ্ট করে দিলেন তিনি। বিএলএ-দের প্রতি অভিষেকের নির্দেশ, কোনও মৌখিক নির্দেশে কাজ করবেন না। হোয়াটসঅ্যাপে নির্দেশ দেওয়া চলছে। সেভাবে নির্দেশ এলে কেউ মানবেন না।

বৈঠকে অভিষেক স্মরণ করিয়ে দেন, কীভাবে দিল্লি নির্বাচনে ফর্ম সিক্স (Form 6) পূরণ করিয়ে ভুয়ো ভোটার ঢুকিয়েছিল নির্বাচন কমিশন। শুনানি প্রক্রিয়ায় ফর্ম সিক্স ভর্তি করা নিয়ে সতর্ক করলেন অভিষেক। ফর্ম সিক্স ভর্তির সময় যাতে সন্দেহজনক ব্যক্তির অ্যানেক্সার ফোর থাকে, তা বাধ্যতামূলকভাবে দেখে নিতে হবে। অভিষেকের নির্দেশ, নাম নিয়ে সন্দেহ হলেই দায়িত্ব পালন করুন। নতুন যুক্ত হওয়া নাম সন্দেহজনক মনে হলে ফর্ম সেভেন (Form 7) জমা দিন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen