রতন টাটার ৮৮তম জন্মবার্ষিকীতে তাঁর নামেই বিমানের নামকরণ এয়ার ইন্ডিয়ার
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:০০: আজ, রবিবার, উদ্যোগপতি তথা টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান এমিরিটাস রতন টাটার (Ratan Tata) ৮৮তম জন্মবার্ষিকী ছিল। তাই দিনটিকে স্মরণীয় করে তুলতে এক উদ্যোগ নিল এয়ার ইন্ডিয়া। রতন টাটার নামে নতুন বিমানের নাম রাখা হল। ডিজিসিএ এই নামের অনুমোদন দিয়েছে।
ইতিমধ্যেই সিয়াটলে বোয়িং-র কারখানা থেকে নতুন বিমান দিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। বিমানটি সোমবার ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ৫১তম ৭৩৭-৮ ম্যাক্স বিমানের কল সাইন অর্থ্যাৎ রেজিস্ট্রেশন প্লেটে VT-RNT খোদাই করা থাকবে। RNT হল শিল্পপতি রতন নাভাল টাটার নামের সংক্ষিপ্ত রূপ। উল্লেখ্য, আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন ভারতকে তার কল সাইন প্লেটের ভিটি বরাদ্দ করে।
বিমানটির নাম ‘দ্য ভিশনারি এয়ারক্রাফ্ট’। ১৮০ জন যাত্রী বসতে পারবেন বিমানটি। বিমানে চার সেট ফ্লাইট ক্যাপ্টেন এবং ফ্লাইং অফিসারের জায়গা রয়েছে। প্রসঙ্গত, এয়ার এশিয়া ইন্ডিয়া জেআরডি টাটার জন্য একটি বিশেষ রেজিস্ট্রেশন প্লেট রাখার উদ্যোগ নিয়েছিল। নাম ছিল ‘দ্য পাইওনিয়ার এয়ারক্রাফ্ট’। কল সাইনটি ছিল VT-JRD।