SIR নয় SR হতেই অসমে বাদ ১০ লক্ষের বেশি নাম

December 28, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:২৫: বাংলা, কেরলের মতো ভোটমুখী রাজ্যে SIR হলেও অসমে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন করেনি নির্বাচন কমিশন। বিরোধীদের চাপে বিশেষ সংশোধন শুরু করে কমিশন। বলা হয়, অসমে NRC প্রক্রিয়া প্রায় সম্পন্ন। তাই সীমান্তবর্তী এবং ভোটমুখী রাজ্য হওয়া সত্ত্বেও অসমে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR হবে না। বদলে ডবল ইঞ্জিন অসমে বিশেষ সংশোধন বা SR শুরু করে কমিশন। তাতেই ভোটার তালিকা থেকে বাদ পড়ল ১০ লক্ষের বেশি মানুষ। এই পরিসংখ্যানেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

বিশেষ সংশোধন অনেকটা ঐচ্ছিক। কোনও ভোটার নিজে থেকে তালিকায় নাম সংযোজন বা বিয়োজনের আবেদন করলে তা যাচাই করার সিদ্ধান্ত নিয়েছিল কমিশন। ২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত বিশেষ সংশোধন প্রক্রিয়া ও নাম যাচাই পর্ব চলেছে অসমে। অসমের ৩৫টি জেলার নির্বাচন আধিকারিক, ১২৬টি বিধানসভা কেন্দ্রের ERO, ২৯,৬৫৬ BLO এবং ২,৫৭৮ BLO সুপারভাইজার অংশ নিয়েছেন এই প্রক্রিয়ায়।

বিশেষ সংশোধনে ১০,৫৬,২৯১ জন ভোটারের নাম বাদ গিয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, ৪,৭৮,৯৯২ জন মারা যাওয়ায় নাম বাদ গিয়েছে। ৫,২৩,৬৮০ জনের নাম ঠিকানা পরিবর্তনের কারণে বাদ দেওয়া হয়েছে। ৫৩,৬১৯ জনকে একাধিক স্থানে নাম থাকা বা একাধিক বার নাম এন্ট্রি হওয়ার ফলে তালিকা থেকে বাস দেওয়া হয়েছে। খসড়া তালিকা অনুযায়ী, এই মুহূর্তে অসমে মোট ভোটার সংখ্যা ২,৫১,০৯,৭৫৪ জনে। এর মধ্যে ৯৩,০২১ জন সন্দেহভাজন বা ডি-ভোটারের নাম অন্তর্ভুক্ত নয়। যদিও মূল খসড়ায় ডি-ভোটারদের নাম রাখা হয়েছে। কারণ, ফরেনার্স ট্রাইব্যুনালে তাঁদের নাগরিকত্ব নিয়ে মামলাগুলির শুনানি চলছে। মামলাগুলির রায় না-আসা পর্যন্ত তাঁদের নাম সংশোধন, সংযোজন, বিয়োজন কিছুই করতে পারবে না কমিশন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen