অন্ধ্রপ্রদেশে ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই দুই কামরা! দগ্ধ হয়ে মৃত্যু এক যাত্রীর
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৪৫: টাটানগর-এর্নাকুলম এক্সপ্রেসে অগ্নিকাণ্ড। রবিবার গভীর রাতে টাটানগর-এর্নাকুলম এক্সপ্রেসের দু’টি কামরায় আগুন ধরে যায়। দুই কামরা থেকে ১৫৭ জনকে নিরাপদে বার করে আনা সম্ভব হয়েছে। কিন্তু সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, একজন যাত্রীর মৃত্যু হয়েছে।
জানা গিয়েছে, রবিবার রাত পৌনে একটা নাগাদ বিশাখাপত্তনমের কাছে আনাকাপল্লিতে টাটানগর-এর্নাকুলম এক্সপ্রেসে আগুন ধরে যায়। আগুন দেখে দ্রুত ট্রেন থামান চালক। জ্বলতে থাকা কামরা থেকে বার করে আনা হয় যাত্রীদের। বিশাখাপত্তনম থেকে ৬৬ কিলোমিটার দূরে ট্রেনটি যখন এলামানচিলি এলাকায় ছিল, তখনই আগুন লাগে বলে জানা যাচ্ছে।
রেল জানিয়েছে, চলন্ত অবস্থাতে ট্রেনটিতে আগুন লেগেছিল। এরপর চালক দ্রুত ট্রেন থামান এবং জ্বলন্ত কামরা থেকে যাত্রীদের বার করার ব্যবস্থা করেন। দু’টির বেশি কামরায় আগুন ছড়াতে পারেনি বলে বড় বিপদ এড়ানো গিয়েছে।
পুড়ে যাওয়া কামরার একটিতে ৮২ জন এবং দ্বিতীয়টিতে ৭৬ জন যাত্রী ছিলেন। বি১ কামরা থেকে এক জনের দেহ উদ্ধার করা হয়েছে। মৃতের নাম চন্দ্রশেখরম সুন্দরম। ক্ষতিগ্রস্ত কামরা দু’টিকে মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয় তৎক্ষণাৎ। রাতে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ এবং দমকল। চলন্ত ট্রেনে হঠাৎ আগুন লাগল কীভাবে, তা এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু হয়েছে। ফরেন্সিক দল ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান করেছে। ক্ষতিগ্রস্ত কামরাগুলি থেকে তারা নমুনা সংগ্রহ করছে।