চিড়িয়াখানায় ভিড় জমল! বছরের শেষ রবিবার ‘ফার্স্ট বয়’ Alipore Zoological Garden

December 29, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৪১: বড়দিনে টেক্কা দিয়েছিল ইকো পার্ক। কিন্তু বছরের শেষ রবিবার ফের শীর্ষস্থান দখল করল আলিপুর চিড়িয়াখানা। বড়দিনের খরা কাটিয়ে আলিপুর চিড়িয়াখানায় জনজোয়ার। পরিসংখ্যান বলছে, ইংরেজি বছরের শেষ রবিবার ৭১ হাজার ১০০ জন মানুষ ভিড় জমিয়েছিলেন চিড়িয়াখানায়। ভিড়ের নিরিখে দ্বিতীয় ইকো পার্ক। রবিবার সেখানে গিয়েছিলেন ৪৯,২৯৪ জন মানুষ।

এবারের বড়দিনে ৪৪ হাজারের সামান্য বেশি মানুষ চিড়িয়াখানায় গিয়েছিলেন। পূর্ববর্তী বছরগুলির পরিসংখ্যান অনুযায়ী, ফি বছর বড়দিনে ৭৫ হাজার থেকে ১ লক্ষ মানুষ ভিড় জমান আলিপুর চিড়িয়াখানায়। বৃহস্পতিবার চিড়িয়াখানা বন্ধ থাকে। এ বছর বড়দিন ছিল বৃহস্পতিবার। উৎসবের মরশুমে প্রতিদিন চিড়িয়াখানা খোলা থাকে। শীতকালে মানুষ সপরিবারে চিড়িয়াখানায় বেড়াতে আসেন। তাই এই সময়টাতে সাপ্তাহিক বন্ধের বিষয়টি মানা হয় না। চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, বড়দিনে স্রেফ গুগল বিভ্রাটেই সাধারণ মানুষ চিড়িয়াখানামুখী হননি।

বছরের শেষ রবিবারের ভিড়ের পরিসংখ্যানে স্পষ্ট, চিড়িয়াখানা এখনও পর্যটকদের প্রথম পছন্দ। গুগল সার্চে দেখা গিয়েছে, বৃহস্পতিবার বন্ধ চিড়িয়াখানা। যার জেরে বহু পর্যটকের কাছে ভুল তথ্য পৌঁছেছে। তাই তাঁরা চিড়িয়াখানা যাওয়ার পরিকল্পনা বাতিল করেছেন। এই বিভ্রাটের কারণে বড়দিনে উল্লেখযোগ্য হারে ভিড় কমেছে বলেই মনে করছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। সাধারণ মানুষের কাছে কর্তৃপক্ষের আর্জি, যেকোনও তথ্যের জন্য কেবল আলিপুর চিড়িয়াখানার অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখা প্রয়োজন।

আলিপুর চিড়িয়াখানায় নতুন সদস্যদের আগমন ঘটেছে। বাঘ, সিংহ, জলহস্তীর পাশাপাশি চিতা-বিড়াল যোগ হয়েছে। বিশাখাপত্তনম থেকে আনা হয়েছে সাদা বাঘিনী। সবুজ অ্যানাকোন্ডা এসেছে। পাখি দেখার জন্য বিশেষভাবে তৈরি খাঁচার বন্দোবস্ত করা হয়েছে। সাধারণ মানুষ বিশেষ খাঁচার ভিতর থেকে উপভোগ করতে পারবেন পাখিদের কিচিরমিচির। আগামী ১ জানুয়ারিও বৃহস্পতিবার। ওই দিনও খোলা থাকবে চিড়িয়াখানা। এখন দেখার কত মানুষ সেদিন ভিড় জমান চিড়িয়াখানায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen