ওয়ার্কলোড ম্যানেজমেন্টে বড় সিদ্ধান্ত, কিউইদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রামে হার্দিক ও বুমরাহ, লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ

December 29, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:১৫: জসপ্রীত বুমরাহ এখনও পর্যন্ত ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের পর আর একটি একদিনের ম্যাচও খেলেননি। তার মধ্যেই বড় সিদ্ধান্ত নিল বিসিসিআই। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে নির্দিষ্ট ফরম্যাটে নির্দিষ্ট ক্রিকেটারদের অগ্রাধিকার দেওয়ার নীতিতেই এগোচ্ছে বোর্ড। সেই পরিকল্পনার ফলেই ২০২৬ সালের ভারতের প্রথম আন্তর্জাতিক অ্যাসাইনমেন্ট—নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বিশ্রামে রাখা হচ্ছে হার্দিক পান্ডিয়া ও জসপ্রীত বুমরাহকে।

১১ জানুয়ারি থেকে বরোদা, রাজকোট ও ইন্দোরে শুরু হচ্ছে ওই ওয়ানডে সিরিজ। তবে সিরিজের পরেই ২১ জানুয়ারি থেকে শুরু হতে চলা পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলবেন দু’জনেই। আগেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাদা বলের সিরিজে একই কৌশল নিয়েছিল টিম ম্যানেজমেন্ট—ওয়ানডেতে বিশ্রাম, টি-টোয়েন্টিতে প্রত্যাবর্তন।

ক্রিকবাজ সূত্রে খবর, আসন্ন ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-ই এখন ভারতের মূল ফোকাস। সেই লক্ষ্যেই হার্দিক ও বুমরাহকে ওয়ানডে থেকে দূরে রাখা হচ্ছে। দু’জনই ভারতের টি-টোয়েন্টি পরিকল্পনার অবিচ্ছেদ্য অংশ। হার্দিক সম্প্রতি টি-টোয়েন্টিতে ১০০০ রান ও ১০০ উইকেটের ডাবল পূর্ণ করেছেন। অন্যদিকে বুমরাহকে অনেকেই ভারতের সর্বকালের সেরা টি-টোয়েন্টি বোলার মনে করেন।

হার্দিক না থাকায় ওয়ানডে দলে নতুন করে সুযোগ পেতে পারেন নীতিশ কুমার রেড্ডি। পেস বিভাগে দায়িত্ব সামলাবেন অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ ও হর্ষিত রানা। উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর জুলাইয়ে ইংল্যান্ড সফরের ওয়ানডে সিরিজেই ফের দেখা যেতে পারে হার্দিক ও বুমরাকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen