ফের বিজয় হাজারেতে কিং শো! দিল্লির জার্সিতে তৃতীয় ম্যাচ খেলবেন বিরাট

December 29, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৩৯: প্রস্তুতির প্রশ্নে কোনও রকম আপস করতে রাজি নন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে এখন শুধু এক দিনের ফরম্যাটেই মনোযোগী ভারতের প্রাক্তন অধিনায়ক, আর সেই লক্ষ্যেই প্রতিটি ধাপ তিনি নিতে চাইছেন নিখুঁতভাবে। আসন্ন নিউ জিল্যান্ড সিরিজের আগে নিজের প্রস্তুতিকে আরও ঝালিয়ে নিতে ঘরোয়া ক্রিকেটে আরও এক বার নামার সিদ্ধান্ত নিয়েছেন কোহলি।

বিজয় হাজারে ট্রফিতে দিল্লির হয়ে ইতিমধ্যেই দু’টি ম্যাচ খেলেছেন তিনি। দক্ষিণ আফ্রিকা সিরিজের পর প্রথম ম্যাচেই অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ১০১ বলে ঝকঝকে ১৩১ রান করেন কোহলি। পরের ম্যাচে গুজরাতের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে আসে ৬১ বলে ৭৭ রানের ইনিংস। দু’ম্যাচ মিলিয়ে ২০৮ রান করার পাশাপাশি লিস্ট এ ক্রিকেটে দ্রুততম ১৬ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছেন তিনি।

বোর্ডের নিয়ম অনুযায়ী, জাতীয় দলে থাকার জন্য নির্দিষ্ট সংখ্যক ঘরোয়া ম্যাচ খেলা বাধ্যতামূলক। যদিও কোহলিকে এই ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছিল এবং দু’টি ম্যাচ খেললেই তাঁর জন্য যথেষ্ট ছিল। তবুও তিনি থামতে চাননি। জানা যাচ্ছে, ৬ জানুয়ারি রেলওয়েজের বিরুদ্ধে দিল্লির জার্সিতে আরও একটি ম্যাচ খেলবেন কোহলি। ১১ জানুয়ারি থেকে শুরু নিউ জিল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ, তার আগেই ম্যাচের মধ্যে থেকে ছন্দ ধরে রাখাই তাঁর লক্ষ্য।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টানা ভালো পারফরম্যান্স—দুটি শতরান ও একটি অপরাজিত অর্ধশতরান—ইঙ্গিত দিয়েছিল তাঁর ফর্মের। বিজয় হাজারেতেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন কোহলি। সব মিলিয়ে, ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে চান না তিনি—আর সেটাই আবারও প্রমাণ করলেন মাঠে নামার সিদ্ধান্ত নিয়ে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen