দূষণ ও ধোঁয়াশায় বিপর্যস্ত রাজধানী, দৃশ্যমানতা কমায় সপ্তাহের প্রথম দিনেই বাতিল ১২৮ বিমান

December 29, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:০০: দেশের রাজধানী দিল্লি এখন কার্যত ধোঁয়াশার কবলে। ঘন কুয়াশা ও মারাত্মক বায়ুদূষণের প্রভাবে থমকে গিয়েছে স্বাভাবিক জনজীবন। দৃশ্যমানতা নেমে এসেছে বিপজ্জনক মাত্রায়, যার সরাসরি প্রভাব পড়েছে বিমান, রেল এবং সড়ক যোগাযোগে।

দিল্লি বিমানবন্দরের আশপাশে দৃশ্যমানতা কমে দাঁড়িয়েছে মাত্র ১২৫ মিটারে। এই পরিস্থিতিতে ১২৮টি বিমান পরিষেবা বাতিল করা হয়েছে এবং প্রায় ২০০টি উড়ানের সময়সূচিতে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে বিমান সংস্থাগুলি। কুয়াশার দাপটে বিপর্যস্ত রেল পরিষেবাও—১০০টির বেশি দূরপাল্লার ট্রেন নির্ধারিত সময়ের অনেক পরে চলছে।

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৭টায় দিল্লির গড় বায়ু মান সূচক (AQI) ছিল ৪০৩, যা ‘ভয়ানক খারাপ’ শ্রেণিভুক্ত। আনন্দ বিহারে একিউআই পৌঁছেছে ৪৫৯-এ, যা রাজধানীর মধ্যে সর্বাধিক। এছাড়া আইজিআই বিমানবন্দর এলাকায় একিউআই ৩১৭, আইআইটি দিল্লিতে ৩৬২, লোধি রোডে ৩৫৯ এবং চাঁদনী চকে ৪২৩ রেকর্ড করা হয়েছে।

ঘন কুয়াশা ও তীব্র ঠান্ডার কারণে নয়ডায় ২৯ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। মৌসম ভবন দিল্লি ও সংলগ্ন এলাকায় কমলা সতর্কতা জারি করেছে। পাশাপাশি হিমাচল প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও উত্তরপ্রদেশে ৩১ ডিসেম্বর পর্যন্ত ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে।

এই অবস্থায় অপ্রয়োজনীয়ভাবে সকালে বাইরে না বেরোনো, গাড়ি চালানোর সময় ফগ লাইট ব্যবহার এবং অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রাজধানীবাসীর জন্য সতর্কতাই এখন সবচেয়ে বড় ভরসা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen