‘লক্ষ্মীর ভান্ডার’ বিজেপির থেকে চুরি করা? দাবি উড়িয়ে শুভেন্দুকে ‘ক্রোনোলজি’ শেখাল তৃণমূল
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:২১: লক্ষ্মীর ভান্ডার কর্মসূচী বিজেপির (BJP) থেকে চুরি করা? শুভেন্দুর দাবি নস্যাৎ করে দিল তৃণমূল। এবার বিষয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিস্কপ্রসূত ‘লক্ষ্মীর ভাণ্ডার’ (Lakshmir Bhandar scheme) ও মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বিজেপি সরকারের ‘লাডলি বহনা’ (Ladli Behna scheme) প্রকল্পের সময়কাল বা ‘ক্রোনোলজি’ তুলে ধরে শুভেন্দুকে কড়া ভাষায় আক্রমণ শানাল রাজ্যের শাসক দল।
সোমবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ফের নিশানা করে কড়া ভাষায় জবাব দেয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। এদিন দলের X হ্যান্ডেলে (সাবেক টুইটার) বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কড়া ভাষায় আক্রমণ করল তৃণমূল কংগ্রেস। পোস্ট করে বলা হয়, জনকল্যাণমূলক প্রকল্পে পশ্চিমবঙ্গই (West Bengal) দেশকে পথ দেখাচ্ছে এবং বিজেপি শাসিত রাজ্যগুলি তা অনুসরণ করছে। মূলত ‘লক্ষ্মীর ভাণ্ডার’ ও মধ্যপ্রদেশের ‘লাডলি বহনা’ প্রকল্পের সময়কাল তুলে ধরে শুভেন্দুকে কটাক্ষ করেছে ঘাসফুল শিবির।
তৃণমূলের ওই টুইটে শুভেন্দু অধিকারীর নাম না করেই ‘LoP’ বা বিরোধী দলনেতাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে, “আপনি যদি নিজের কথা ঠিকমতো গুছিয়ে বলতে না পারেন, অন্তত তথ্যগুলো মাঝেমধ্যে সঠিক দেওয়ার চেষ্টা করুন!” এরপরই বিজেপির (BJP) বহুল ব্যবহৃত শব্দ ‘ক্রোনোলজি’-র প্রসঙ্গ টেনে একটি তালিকা বা সময়রেখা তুলে ধরা হয়।
তৃণমূলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প চালু করে। অন্যদিকে ২০২৩ সালে মধ্যপ্রদেশ সরকার একই ধরণের সুবিধা যুক্ত ‘লাডলি বহনা’ যোজনা ঘোষণা করে। অর্থাৎ, তৃণমূল বোঝাতে চেয়েছে যে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্প অনেক আগেই শুরু করেছেন, বিজেপি শাসিত মধ্যপ্রদেশ সরকার তা নকল করেছে দুই বছর পর।
টুইটের শেষ অংশে শুভেন্দুকে তীব্র শ্লেষাত্মক ভাষায় আক্রমণ করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, “আশা করি এই ক্রোনোলজি বা সময়রেখা আমাদের প্রিয় বিরোধী দলনেতার কাছে পরিষ্কার হয়েছে। আমরা ওনার ভালোর জন্যই ওনাকে পাঠ দেওয়া (schooling) চালিয়ে যাব। আপাতত ক্লাস এখানেই শেষ (Class is dismissed)!”
If you cannot get your words right, at least get a few facts right every now and then!
For @SuvenduWB‘s edification, since his party specialises in chronologies, here is a simple one:
👉 2021: The GoWB under Smt. @MamataOfficial’s leadership initiates the Lakshmir Bhandar… pic.twitter.com/3yt9XhkHje— All India Trinamool Congress (@AITCofficial) December 29, 2025