ফের আক্রান্ত মুজিব, দ্বেষের বাংলাদেশে পাঠ্য বই থেকে মুছে দেওয়া হল ‘বঙ্গবন্ধু’ শিরোপা

December 29, 2025 | < 1 min read

Authored By:

Saikat Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৩৯: বারে বারে বাংলাদেশে আক্রান্ত হচ্ছেন ‘জাতির পিতা’ শেখ মুজিবুর রহমান। হাসিনা সরকারের পতনের পর থেকে মূর্তি ভাঙা থেকে নামবদল, বঙ্গবন্ধুর স্মৃতি মুছতে মরিয়া দ্বেষের বাংলাদেশ। মুক্তিযুদ্ধের সব স্মৃতি মুছতে চাইছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। শেখ মুজিবুর রহমানের (Sheikh Mujibur Rahman) নাম থেকে ‘জাতির পিতা’-র পর এবার ‘বঙ্গবন্ধু’ শব্দটিও বাদ দেওয়া হল।

‘বঙ্গবন্ধু’ শব্দবন্ধটি বাদ দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। ইউনূসের অন্তর্বর্তী সরকার পাঠ্য বইয়ে একের পর এক বদল এনেছে। গত বছর ‘জাতির পিতা’ শিরোপা বাদ দেওয়া হয়েছিল। নতুন নোট থেকেও মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে দেওয়া হয়েছে আগেই। এবার ‘বঙ্গবন্ধু’ বাদ দেওয়া হল।

আগামী শিক্ষাবর্ষের অষ্টম শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বইয়ের ২১ নম্বর পাতায় ৭ মার্চের ভাষণের কথা বলা আছে। তাতে মুজিবুর রহমানের আগে ‘বঙ্গবন্ধু’ নেই। একই ভাবে দশম শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’-এ ‘বঙ্গবন্ধু’ শব্দটি উধাও। তবে একই পাঠ্য বইয়ে এর আগে মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ লেখা হত। এবারের বইয়ে তার কোনও উল্লেখ নেই।

উল্লেখ্য, আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুজিব মুক্তি পাওয়ার পর ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ ঢাকার রেসকোর্স ময়দান এক জনসভার আয়োজন করে। সেখানে তাঁকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেন ছাত্রনেতা তোফায়েল আহমেদ। প্রসঙ্গত, আগেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আদালত জানিয়েছে, তারা মুজিবুর রহমানকে জাতির পিতা বলে মানবে না। তাঁর জন্মদিন উপলক্ষ্যে ১৭ মার্চ ছুটি দেওয়া বন্ধ করে দিয়েছে ইউনূস সরকার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen