ভোটার শুনানির নোটিস ঘিরে চরম আতঙ্ক, পুরুলিয়ায় মৃত্যু বৃদ্ধের
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:০০: এসআইআর (SIR) প্রক্রিয়ার আতঙ্ক ফের প্রাণ কাড়ল পুরুলিয়া (Purulia) বৃদ্ধের। শুনানির চিঠি হাতে পাওয়ার পর থেকেই চরম মানসিক চাপে ছিলেন ৮২ বছরের বৃদ্ধ দুর্জন মাঝি। সোমবার শুনানির নির্দিষ্ট দিনে ব্লক অফিসে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে আর বাড়ি ফেরা হল না তাঁর। ঘণ্টা তিনেক পর বাড়ির অদূরে রেললাইন থেকে উদ্ধার হল বৃদ্ধের ক্ষতবিক্ষত দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আনাড়া গ্রাম পঞ্চায়েতের চৌতালা গ্রামে। নির্বাচন কমিশনের (Election Commission) বিরুদ্ধে অহেতুক হয়রানির অভিযোগ তুলে সরব হয়েছে স্থানীয় তৃণমূল (TMC) নেতৃত্ব।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুর ১টা নাগাদ পাড়া ব্লক অফিসে দুর্জন মাঝির শুনানির সময় নির্ধারিত ছিল। বাড়ি থেকে ব্লক অফিসের দূরত্ব প্রায় ৮ কিলোমিটার। এদিন সকাল সাড়ে ৭টা নাগাদ পরিবারের সদস্যদের তিনি জানান, ব্লক অফিসে যাওয়ার জন্য একটি টোটো খুঁজতে যাচ্ছেন। কিন্তু সকাল সাড়ে ১০টা বেজে গেলেও তিনি আর ফিরে আসেননি। এরপরই পরিবারের লোকজন ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। শেষমেশ বাড়ি থেকে কিছুটা দূরে আনাড়া-রুকনি রেললাইনের ধার থেকে বৃদ্ধের দেহ উদ্ধার হয়।
মৃতের পরিবারের সদস্যদের দাবি, দুর্জন মাঝির বয়স ৮২ হলেও তিনি শারীরিকভাবে যথেষ্ট সক্ষম ছিলেন। ২০০২ সালের ভোটার তালিকায় (Voter list 2002) তাঁর নাম ছিল এবং নিয়ম মেনে তিনি এনুমারেশন ফর্মও পূরণ করেছিলেন। সমস্ত নথি ঠিক থাকা সত্ত্বেও গত ২৫ ডিসেম্বর আচমকাই তাঁর কাছে শুনানির নোটিস আসে। চিঠি হাতে পাওয়ার পর থেকেই প্রবল হতাশায় ভুগছিলেন তিনি। সময়মতো কেন্দ্রে পৌঁছতে পারবেন কি না, বা সেখানে গিয়ে কী হবে— এই চিন্তায় গত কয়েকদিন তাঁর খাওয়া-দাওয়া প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। পরিবারের আক্ষেপ, এই অকারণ ও প্রশাসনিক আতঙ্কই প্রাণ কাড়ল বৃদ্ধের।
ঘটনার খবর পেয়েই মৃতের বাড়িতে ছুটে যান পুরুলিয়া জেলা টিএমসিপি সভাপতি কিরীটি আচার্য, ব্লক তৃণমূল সভাপতি মনোজ সাহা, জেলা সভাধিপতি নিবেদিতা মাহাতো এবং সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেতৃত্বের স্পষ্ট অভিযোগ, সমস্ত কাগজপত্র থাকা সত্ত্বেও একজন অশীতিপর বৃদ্ধকে এভাবে শুনানিতে ডেকে পাঠানো অমানবিক এবং চূড়ান্ত হয়রানি ছাড়া আর কিছু নয়। তাঁরা জানিয়েছেন, এই অস্বাভাবিক মৃত্যুর দায় নির্বাচন কমিশন এড়াতে পারে না। এই মর্মে পাড়া থানায় সরাসরি নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।