বাংলা ছবির মুক্তি ও বক্স অফিস— ২০২৫ সাল কেমন কাটল টলিউডের?

December 29, 2025 | 3 min read

Authored By:

Saikat Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:১৫: ২০২৫ সালটি টলিউডের জন্য ছিল নানা ওঠা–নামার বছর। বছরে মোট ৮০টির বেশি বাংলা ছবি মুক্তি পেয়েছে—যার মধ্যে কয়েকটি বক্স অফিসে আয় করে নজর কেড়েছে, কয়েকটি পেয়েছে বিশাল সমালোচক প্রশংসা, আবার কিছু ছবি তেমন সাড়া ফেলতে পারেনি। দর্শকের রুচি যেমন বদলেছে, তেমনই নির্মাতারা নতুন ঘরানার গল্প বলার চেষ্টা করেছেন।

বিনোদিনী: জানুয়ারিতে মুক্তি পাওয়া থিয়েটার আইকন বিনোদিনী দাসীর বায়োপিক নিয়ে অনেক আলোচনা হলেও বাণিজ্যিক সফলতা ছিল সীমিত।

বছরের সবচেয়ে বড় সাফল্য: ধূমকেতু
বছরের সর্বাধিক ব্যবসা সফল বাংলা ছবি ছিল ‘ধূমকেতু’। দেব ও শুভশ্রী অভিনীত এই ছবিটি আগস্টে মুক্তি পেয়েই বক্স অফিসে ঝড় তোলে। ছবিটি মোট প্রায় ২৮.৭ কোটি আয় করেছে—যা ২০২৫-এর বাংলা ছবির মধ্যে সবচেয়ে বেশি। ছবির গল্প, গান, হিউমার ও দেব–শুভশ্রীর অনস্ক্রিন কেমিস্ট্রি এই জনপ্রিয়তার বড় কারণ।

দ্য একেন: বেনারসে বিভীষিকা মে মাসে মুক্তি পাওয়া এই গোয়েন্দা-কমেডি ছবিটি দর্শকদের ভরসার নাম হয়ে ওঠে। মোট ৭ কোটি-র বেশি আয় করে বছরের অন্যতম হিট হয়। একেনবাবুর তাজা অ্যাডভেঞ্চার দর্শকের কাছে দারুণ গ্রহণযোগ্যতা পেয়েছে।

আমার বস: মে মাসেই মুক্তি পাওয়া এই পরিবারকেন্দ্রিক ড্রামাটি মোট ৪.৮০ কোটি ব্যবসা করে। নতুন জুটি ও আন্তঃপ্রজন্মের টানাপোড়েনের গল্প ছবিটিকে ভিন্ন মাত্রা দেয়।

রঘু ডাকাত: দেব অভিনীত পিরিয়ড অ্যাকশন ছবি ‘রঘু ডাকাত’ ছিল পুজোর মরসুমের বড় আকর্ষণ। ছবিটির অ্যাকশন, লুক-ডিজাইন ও লোকেশন দর্শকের দৃষ্টি কাড়ে। দর্শক সাড়া ভালো হলেও বক্স অফিস আয় মাঝারি—আনুমানিক ভালো ব্যবসা করেছে।

দেবী চৌধুরানী—বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত অন্যতম বড় বাজেটের টলিউড ফিল্ম। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও শ্রাবন্তী অভিনীত এই ছবিটি প্রোডাকশন ডিজাইন, কস্টিউম, লোকেশন ও ভিজ্যুয়ালের জন্য প্রচুর প্রশংসা পায়। পুজোর ভিড়ে শক্তিশালী ওপেনিং নিয়ে ছবিটি প্রথম সপ্তাহেই ব্যাবসার শীর্ষে উঠে আসে। প্রাথমিক হিসেব অনুযায়ী ছবিটি ₹৬–৭ কোটি আয় করে।

প্রজাপতি ২ : ২০২৫-এর টলিউড রিলিজের তালিকায় সবচেয়ে আলোচিত ছবিগুলোর একটি ছিল ‘প্রজাপতি ২’। প্রথম ছবির আবেগঘন সাফল্যের পর সিক্যুয়েলের প্রতি স্বাভাবিক ভাবেই প্রত্যাশা ছিল আকাশছোঁয়া। সেই প্রত্যাশার ভার সফলভাবে কাঁধে তুলে নিয়েছে দ্বিতীয় পর্বটি।
দেব এই ছবিতে আবারও ফিরেছেন তাঁর পরিচিত আবেগময় অভিনয় নিয়ে—যেখানে পরিবার, সম্পর্ক, বিভ্রান্তি ও মমতার টানাপোড়েন নিখুঁতভাবে ফুটে ওঠে। গল্প এগিয়েছে আরও পরিণত দৃষ্টিভঙ্গি নিয়ে—বাবা-ছেলের তিক্ততা, ভুল বোঝাবুঝি, অতীতের ক্ষত আর সম্পর্ক সারিয়ে তোলার নরম মুহূর্তগুলিকে কেন্দ্র করে।
বছরের শেষে মুক্তি পাওয়া এই ছবিটি অন্য এক মাত্রা যুক্ত করেছে।

সমালোচকদের প্রশংসিত ছবি

‘রান্না – বাটি’: খাবার, স্মৃতি আর সম্পর্ক—এই তিনের মিশেলে তৈরি এই ফুড-ড্রামা দর্শকদের বেশ টেনেছিল। ছবিটিতে খাবার শুধু রেসিপির গল্প নয়, বরং আবেগ, পারিবারিক বন্ধন এবং পুরোনো দিনের স্মৃতির বাহন হয়ে ওঠে।
বছরের মাঝামাঝি মুক্তি পেল আরও কয়েকটি ছবি, যেগুলো বক্স অফিসে মন্দ না হলেও, কনটেন্টের জন্য প্রশংসা কুড়িয়েছিল।

নধরের ভেলা: গভীর সামাজিক বার্তায় তৈরি এই ছবিটি দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসা অর্জন করে। বক্স অফিসে খুব বেশি না চললেও সমালোচকদের তালিকায় শীর্ষে জায়গা করে নেয়।
পুতুলনাচের ইতিকথা
গ্রামের গল্প, মানুষের সম্পর্ক এবং সামাজিক বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত এই নির্মাণটি বছরের অন্যতম মানসম্পন্ন সিনেমা বলে ধরা হচ্ছে।

পুতুলনাচের ইতিকথা:
গ্রামের গল্প, মানুষের সম্পর্ক এবং সামাজিক বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত এই নির্মাণটি বছরের অন্যতম মানসম্পন্ন সিনেমা বলে ধরা হচ্ছে।

ফ্লপ বা কম ব্যবসা করা ছবি
২০২৫ সালে কয়েকটি ছবি দর্শকের মন জয় করতে ব্যর্থ হয়েছে।

কিলবিল সোসাইটি — গল্প ও প্রেজেন্টেশন দর্শকের মন ছুঁতে পারেনি।

পুরাতন — কম বাজেটের ছবি, সমালোচকরা প্রশংসা করলেও দর্শকের আগ্রহ তেমন ছিল না।

সত্যি বলে সত্যি কিছু নেই — বক্স অফিসে বড় ধরনের সাড়া ফেলতে ব্যর্থ।

বছরের শুরু থেকে শেষ—টলিউডের পর্দা রঙিন করেছে একের পর এক বৈচিত্র্যময় গল্প। দর্শকের ভালোবাসা আর প্রতিযোগিতার বাজারে দাঁড়িয়ে প্রতিটি ছবিই নিজের জায়গা করে নেওয়ার লড়াই চালিয়েছে। ২০২৫-এর টলিউড তাই শুধু মুক্তির তালিকা নয়, ছিল সাহসী পরীক্ষা, নতুন মুখ আর নতুন ভাবনার বছর—যার প্রতিধ্বনি থাকবে আগামী সময়েও।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen