ইউনুসের বাংলাদেশে অব্যাহত বিদ্বেষের আগুন! পিরোজপুরে জ্বালিয়ে দেওয়া হল হিন্দুদের বাড়ি
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৪৫: ছাত্রনেতা ওসমান হাদির (Osman Hadi) মৃত্যুর পর থেকে ফের অগ্নিগর্ভ হয়ে উঠেছে বাংলাদেশের পরিস্থিতি। মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলেও সংখ্যালঘুদের ওপর নির্যাতন যেন থামছেই না। এবার দেশের পিরোজপুর (Pirojpur) জেলায় দুষ্কৃতীদের আক্রোশের শিকার হলো সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়। সোমবার ভোরে পিরোজপুরের ডুমরিতলা গ্রামে অন্তত পাঁচটি হিন্দু বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে।
রাজধানী ঢাকা থেকে প্রায় ২৪০ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামে সোমবার ভোরে যখন বাসিন্দারা গভীর ঘুমে আচ্ছন্ন, তখনই এই ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের খবর, দুষ্কৃতীরা প্রথমে বাড়িগুলোর দরজা বাইরে থেকে বন্ধ করে দেয় এবং পরে আগুন ধরিয়ে দেয়। আগুনের তাপে ঘুম ভাঙলে বাড়ির সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। দরজা বাইরে থেকে বন্ধ থাকায় তাঁরা চরম বিপদের মুখে পড়েন। শেষমেশ প্রাণ বাঁচাতে ঘরের বাঁশের বেড়া ও দেওয়াল ভেঙে তাঁরা কোনও মতে বাইরে বেরিয়ে আসেন। সৌভাগ্যবশত, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে পাঁচটি বাড়িই সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। পিরোজপুরের পুলিশ সুপার মহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের আশ্বাস দেন। পুলিশি তৎপরতায় ঘটনায় জড়িত সন্দেহে এখনও পর্যন্ত পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হামলার সুনির্দিষ্ট কারণ এখনও স্পষ্ট নয়।
উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তী সময়ে শেখ হাসিনা সরকারের (Sheikh Hasina govt) পতনের পর থেকেই বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। ড. মুহাম্মদ ইউনুস (Muhammad Yunus) দায়িত্বভার গ্রহণ করলেও কট্টরপন্থীদের দাপট ক্রমশ বেড়েই চলেছে। সম্প্রতি ছাত্রনেতা ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সংবাদমাধ্যমের দপ্তর এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক কেন্দ্র ‘ছায়ানট’-এ ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এরই মধ্যে সংখ্যালঘু হিন্দু যুবক দীপু দাসকে (Dipu Das) পিটিয়ে হত্যা করে গাছে ঝুলিয়ে পুড়িয়ে দেওয়ার নৃশংস ঘটনা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই পিরোজপুরের এই অগ্নিসংযোগের ঘটনা বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে নতুন করে গভীর আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি করেছে।
🚨 Bangladesh
An attack on Hindu minorities continues to raise serious concern. In Dumritola village of Pirojpur district, a house belonging to a Hindu family was reportedly set ablaze by an extremist Islamist mob.
Authorities have launched an investigation as calls grow louder… pic.twitter.com/Yul4dTf5q5— World News (@World_Breaking_) December 29, 2025