বিষ্ণুপুরে ‘সেবাশ্রয়-২’ পরিদর্শনে অভিষেক, মেটালেন সেলফির আবদার, নিলেন চিকিৎসার খোঁজ

December 29, 2025 | 2 min read

Authored By:

Saikat Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৪২: ডায়মন্ড হারবার লোকসভা এলাকার মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে আবারও উদ্যোগ নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার বিষ্ণুপুরে আয়োজিত ‘সেবাশ্রয় ২’ (Sebaashray 2) ক্যাম্পে উপস্থিত হয়ে তিনি ঘনিষ্ঠভাবে মিশে গেলেন সাধারণ মানুষের সঙ্গে। ক্যাম্পে গিয়ে একদিকে চিকিৎসকদের কাছ থেকে রোগীদের চিকিৎসা ও পরিষেবার খোঁজখবর নিলেন, অন্যদিকে স্থানীয়দের সেলফি ও অটোগ্রাফের অনুরোধও আন্তরিকভাবে পূরণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

নাগরিকদের সুস্বাস্থ্যের লক্ষ্যে গত ১ ডিসেম্বর থেকে ডায়মন্ড হারবার লোকসভা এলাকায় শুরু হয়েছে ‘সেবাশ্রয় ২’ কর্মসূচি। এর আগে বজবজের স্বাস্থ্য শিবির পরিদর্শন করেছিলেন সাংসদ। আর সোমবার তিনি উপস্থিত হলেন বিষ্ণুপুরে (Bishnupur)। এদিন বিকেল সাড়ে তিনটে নাগাদ প্রথমে রসপুঞ্জ পিকে হাইস্কুল গ্রাউন্ডে মডেল ক্যাম্পটি পরিদর্শন করেন অভিষেক। এরপর তিনি যান পূর্ব বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েত অফিসের নিকটবর্তী ক্যাম্পে।

শিবিরে পৌঁছেই উপস্থিত রোগী ও তাঁদের আত্মীয়দের সঙ্গে কথা বলেন অভিষেক। চিকিৎসার মান কেমন, কোনও অসুবিধা হচ্ছে কি না- সরাসরি রোগীদের মুখ থেকেই সেই খবর নেন তিনি। পাশাপাশি, কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে রোগীদের শারীরিক অবস্থার বিস্তারিত তথ্যও নেন।

এদিন সাংসদকে কাছে পেয়ে সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। ক্যাম্পের বাইরে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। প্রিয় নেতাকে একঝলক দেখতে, একবার হাত মেলাতে উদগ্রীব ছিলেন স্থানীয়রা। অভিষেকও কাউকে নিরাশ করেননি। হাসিমুখে মেটালেন সেলফি তোলার আবদার, দিলেন অটোগ্রাফ, মেলালেন হাত। সাংসদকে এত কাছে পেয়ে এবং বিনামূল্যে উন্নত চিকিৎসা পরিষেবা পেয়ে আপ্লুত বিষ্ণুপুরের বাসিন্দারা।

প্রসঙ্গত, প্রথম ‘সেবাশ্রয়’ শিবিরের অভাবনীয় সাফল্যের পর এবার ‘সেবাশ্রয় ২’-এও মানুষের ঢল নেমেছে। সাংসদের এই উদ্যোগে খুশি রোগীর পরিজনেরা। রাজনৈতিক মহলের মতে, ডায়মন্ড হারবারের সাংসদের এই ‘সেবাশ্রয়’ কর্মসূচি বাংলা তো বটেই, দেশের বিভিন্ন প্রান্তে সাড়া ফেলেছে। বিরোধীরাও এখন এই ‘ডায়মন্ড হারবার মডেল’-এর দিকে তাকিয়ে। সব মিলিয়ে সোমবারের বিষ্ণুপুর সফর ফের প্রমাণ করল নিজের সংসদীয় এলাকায় জনসংযোগে কতটা জোর দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen