‘বাংলাদেশে পাঠিয়ে দেবে’, SIR নোটিস পেতেই আতঙ্কে হৃদ্‌রোগে মৃত্যু হাওড়ার বৃদ্ধের!

December 29, 2025 | 2 min read

Authored By:

Saikat Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৫০:  পুরুলিয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার হাওড়ার (Howrah) আমতায় ফিরল সেই এক ছবি। এসআইআর (SIR) বা ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধনী কর্মসূচির শুনানির নোটিস পেয়ে আতঙ্কে প্রাণ গেল এক সত্তরোর্ধ্ব বৃদ্ধের। মৃতের নাম শেখ জামাত আলি (৭০)। সোমবার ভোরে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, নাগরিকত্ব হারানো বা ভিটেছাড়া হওয়ার ভয়েই হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আমতার সাবসিট এলাকায়।

মৃতের পরিবার সূত্রে খবর, শেখ জামাত আলি (Sheikh Jamat Ali) পেশায় দিনমজুর ছিলেন এবং তাঁর ছেলে রাজমিস্ত্রির কাজ করেন। ছেলের দাবি, তাঁর বাবা গত প্রায় পঞ্চাশ বছর ধরে পশ্চিমবঙ্গের একজন বৈধ ভোটার। তা সত্ত্বেও রবিবার বিকেলে আচমকাই নির্বাচন কমিশনের (Election Commission) পক্ষ থেকে স্থানীয় বিএলও (BLO) মারফত একটি নোটিস পাঠানো হয় জামাত আলিকে। সেই সঙ্গে শুনানির জন্য ব্যাঙ্কের পাসবুক ও অন্যান্য নথি প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়।

অভিযোগ, এই নোটিস পাওয়ার পর থেকেই চরম আতঙ্কে ভুগতে শুরু করেন ওই বৃদ্ধ। পরিবারের সদস্যরা জানান, তিনি বারবার জিজ্ঞাসা করছিলেন, ‘‘আমায় কি বাংলাদেশে পাঠিয়ে দেবে?’’ বাড়ির লোকজন তাঁকে নানাভাবে আশ্বস্ত করার চেষ্টা করলেও আতঙ্ক কাটেনি। পুত্রবধূর কথায়, ‘‘বাবা বারবার বলছিল দেশ থেকে বার করে দেওয়ার কথা। আমরা অনেক বুঝিয়েছিলাম। কিন্তু রবিবার রাত ৩টে নাগাদ সব শেষ হয়ে গেল।’’ চিকিৎসকেরা নিশ্চিত করেছেন, হৃদ্‌রোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে।

এই ঘটনার খবর পেয়ে সোমবার সকালেই মৃতের বাড়িতে পৌঁছান আমতার স্থানীয় বিধায়ক সুকান্ত পাল। শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়ার পাশাপাশি তিনি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। বিধায়ক বলেন, ‘‘বৈধ ভোটারদের শুনানিতে তলব করে অহেতুক হয়রান করা হচ্ছে। বেছে বেছে ভোটার তালিকা থেকে প্রকৃত ভোটারদের নাম কাটার একটা গভীর চক্রান্ত চলছে। এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ হওয়া জরুরি।’’

পুলিশ জানিয়েছে, বৃদ্ধের দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তবে পুরুলিয়ার পর হাওড়ায় একই ধরনের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক দানা বাঁধছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen