বাঁকুড়ায় মমতা, কলকাতায় অমিত শাহ, ভারত বনাম শ্রীলঙ্কা পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ, আজ নজর কোন কোন খবরে?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:০০: বাঁকুড়ায় মমতা
আজ বাঁকুড়ার বড়জোড়া বিধানসভা এলাকায় জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুরে হাওড়ার ডুমুরজলা থেকে হেলিকপ্টারে রওনা হবেন তিনি। আজ বিকেলেই কলকাতা ফিরবেন মমতা। আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে চলতি বছরেই জেলায় জেলায় রাজনৈতিক সফর করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অমিত শাহের সাংবাদিক বৈঠক
সোমবার রাতে তিন দিনের সফরে কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ দুপুরে একটি সাংবাদিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। তারপর সঙ্ঘের দপ্তর কেশব ভবনে যাবেন তিনি।
শ্রীলঙ্কার বিরুদ্ধে হরমনপ্রীতদের পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ
আজ, ভারত বনাম শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ম্যাচ। প্রথম চারটি ম্যাচেই জয় পেয়েছে ভারত। ৪-০ এগিয়ে ইতিমধ্যেই সিরিজ স্মৃতিদের পকেটে। আজ শ্রীলঙ্কাকে চুনকাম করার লক্ষ্যে নামবেন হরমনপ্রীতরা।
SIR-র শুনানি পর্ব
শনিবার থেকে বাংলায় শুরু হয়েছে শুনানি পর্ব। ভোটারদের নথিপত্র যাচাই শুরু করেছে কমিশন। শুনানিকেন্দ্রের বাইরে ভোটারদের হয়রানির ছবি দেখা গিয়েছে সর্বত্র। বৃদ্ধ, প্রবীণ, এমনকি অসুস্থ অবস্থাতেও শুনানির জন্য গিয়েছেন অনেকে। অ্যাম্বুল্যান্সে করেও শুনানির জন্য যেতে দেখা গিয়েছে। শুনানিকেন্দ্রে রাজনৈতিক দলের এজেন্টদের প্রবেশ ঘিরে সোমবার একাধিক এলাকায় বিতর্ক ছড়িয়েচ্ছে। আজ কী পরিস্থিতি হয়, সে দিকে নজর থাকবে।