শুরু ভোটের প্রস্তুতি, বাংলার ২৯৪টি কেন্দ্রের কো-অর্ডিনেটরদের নাম ঘোষণা তৃণমূলের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:১৪: ২০২৬ সালে বাংলায় বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে পুরোদমে প্রস্তুতি চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। সোমবার রাতে বাংলার ২৯৪টি বিধানসভা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত দলীয় কো-অডিনেটরের নাম জানিয়ে দিল তৃণমূল কংগ্রেস। সমাজমাধ্যমে দলের অফিসিয়াল পেজে কো-অডিনেটরদের নামের তালিকা ঘোষণা করেছে তৃণমূল।
উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বরের ভার্চুয়াল বৈঠকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, বাংলার সবক’টি বিধানসভা কেন্দ্রের কো-অর্ডিনেটরের নাম জানিয়ে দেওয়া হবে ঘোষণা করেছিলেন। তিনদিনের মধ্যেই ঘোষিত হল নাম। সোমবার রাতে দলের চেয়ারপার্সন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনক্রমে ২৯৪টি বিধানসভা কেন্দ্রের কো-অর্ডিনেটরের নাম সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিল তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‘কো-অর্ডিনেটররা দলের চোখ-কান হয়ে কাজ করবেন। শীর্ষ নেতৃত্বকে রিপোর্ট করবেন। দল সেই অনুযায়ী কেন্দ্রটি সম্পর্কে পর পর দ্রুত ব্যবস্থা নেবে।’’
তালিকায় দেখা যাচ্ছে, একজন কো-অর্ডিনেটর হিসাবে একাধিক বিধানসভার দায়িত্ব পেয়েছেন তেমনই আবার অনেকে একটি আসনের দায়িত্বও পেয়েছেন। প্রবীণ নেতৃত্ব, সাংসদ ও বিধায়কদের যেমন দায়িত্ব দেওয়া হয়েছে, তেমনই যুব ও মহিলা নেতৃত্বকেও কো-অর্ডিনেটরের দায়িত্ব দিয়েছে দল। কেবল বীরভূম জেলায় ১১টি বিধানসভার ক্ষেত্রে কোনও ব্যক্তি নয়, গোটা কোর-কমিটিকে সামগ্রিকভাবে দায়িত্ব দেওয়া হয়েছে।