বিরাটি স্টেশন লাগোয়া যদুবাবুর বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ২০০টি দোকান

December 30, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৩৪: শীতের রাতে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। সোমবার রাত দেড়টা নাগাদ বিরাটি স্টেশন লাগোয়া যদুবাবুর বাজারে ভয়াবহ আগুন লাগে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকলের সাতটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা যাচ্ছে, প্রায় ২০০ টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। সর্বস্বান্ত ব্যবসায়ীরা কার্যত ভেঙে পড়েছেন।

স্থানীয় সূত্রে খবর, মধ্যরাতে আচমকা একটি কাপড়ের দোকানে আগুন লাগে। বাজারে দোকানগুলি ঘিঞ্জি এলাকায় অবস্থিত হওয়ায়, একটা থেকে আর একটা দোকানে আগুন ছড়িয়ে পড়ে।
রাস্তা সরু হওয়ার জেরে দমকল বাজারের ভিতরে পৌঁছতে পারেনি। পাশের উড়ালপুলে দমকলের গাড়িগুলি দাঁড় করিয়ে আগুন নেভানোর কাজ চলে। মঙ্গলবার সকালে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুন লাগল তা স্পষ্ট নয়। তদন্ত শুরু হয়েছে।

অন্যদিকে, সোমবার রাতে বাগুইআটির এক আবাসনেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হিটার থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান। এখনও পর্যন্ত হতাহতের খবর মেলেনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen