বিনোদন বিভাগে ফিরে যান

কেমন আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়?

October 17, 2020 | < 1 min read

 অনুরাগীদের জন্য সুখবর। অল্প অল্প কথা বলছেন হাসপাতালে চিকিৎসাধীন সৌমিত্র চট্টোপাধ্যায়। অভিনেতার ঘনিষ্ঠসূত্রে খবর, বৃহস্পতিবার সৌমিত্রবাবুর তন্দ্রা কাটতেই তিনি বলে ওঠেন, ‘আমি এতদিন হাসপাতালে ভর্তি কেন?’ তারপর কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে সবিস্তারে কারণ ব্যাখ্যা করেন। বুধবার তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিচ্ছেন এই বর্ষীয়ান অভিনেতা। মধ্য কলকাতার ওই হাসপাতাল সূত্রে খবর, কোভিড আইসিইউ থেকে তাঁকে সরিয়ে নেওয়া হয়েছে। ধীরে ধীরে অভিনেতার চেতনা ফিরে আসছে। তাঁর নতুন করে আর জ্বর আসেনি। শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলি সচল রয়েছে।

চিকিৎসকদের কথাও তিনি বুঝতে পারছেন। চিকিৎসকদের আশা, সময়ের সঙ্গে সঙ্গে তিনি আরও পরিষ্কারভাবে কথা বলতে পারবেন। রাতে ঘুমনোর সময় অভিনেতার বাইপ্যাপ সাপোর্টের প্রয়োজন হচ্ছে। শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রা স্বাভাবিক রয়েছে। নতুন করে তাঁর শরীরে কোনও জটিলতা দেখা যায়নি। এনকেফেলোপ্যাথি কমানোর জন্য এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্যও ওষুধ দেওয়া হচ্ছে। একইসঙ্গে সৌমিত্রবাবুর দ্রুত আরোগ্যর জন্য মিউজিক থেরাপিও দেওয়া হচ্ছে। অভিনেতার পছন্দের গানই তাঁকে শোনানো হচ্ছে। তালিকায় রয়েছে রবীন্দ্রসঙ্গীত এবং সৌমিত্রবাবু অভিনীত ছবির নির্বাচিত গান।  

TwitterFacebookWhatsAppEmailShare

#Soumitra Chatterjee, #Health

আরো দেখুন