একদিনে ৩২ জন বাঙালি শ্রমিকের উপরে হামলা, ডবল ইঞ্জিন ওড়িশা ছাড়ছে বাংলার মানুষেরা

December 30, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:০৮: বিজেপি শাসিত ওড়িশা যেন বাঙালি পরিযায়ী শ্রমিকদের কাজে বিভীষিকা হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ওড়িশায় অন্তত ৩২ জন বাঙালি শ্রমিকের উপরে হামলার অভিযোগ উঠেছে। তাঁদের ‘বাংলাদেশি’ তকমা দিয়ে অমানবিক অত্যাচার চালানো হচ্ছে বলে অভিযোগ। আক্রান্তদের মধ্যে অনেকেই মুর্শিদাবাদের বাসিন্দা। আতঙ্কিত বাঙালিরা এবার ঘরমুখী, আয়ের সংস্থান ছেড়ে তাঁরা ফিরছেন বাংলা।

মুর্শিদাবাদের ভগবানগোলা, লালগোলা, ডোমকল ও জলঙ্গির মতো এলাকা থেকে ফি বছর কয়েক হাজার মানুষ ওড়িশার ভুবনেশ্বর, ভদ্রক, বালেশ্বরে রাজমিস্ত্রি বা ফেরিওয়ালার কাজ করতে যান। এতদিন কোনও অসুবিধা হয়নি। কিন্তু ওড়িশায় বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই বাঙালি শ্রমিকদের আক্রান্ত হওয়ার খবর সামনে আসছে। অভিযোগ, ভুবনেশ্বরের চন্দ্রশেখরপুর এলাকায় রাতে ঘুমন্ত অবস্থা থেকে শ্রমিকদের তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়েছে। গোপনাঙ্গে রড ঢুকিয়ে দেওয়ার মতো নৃশংস অত্যাচারের অভিযোগও সামনে এসেছে। অভিযোগ, ট্রেন ধরার জন্য ভুবনেশ্বর, বালেশ্বর বা ভদ্রক স্টেশনে গিয়েও আক্রান্ত হচ্ছেন শ্রমিকেরা।

ওড়িশার দিকে দিকে বাঙালিদের পথ আটকে পরিচয়পত্র চাওয়া হচ্ছে। বাংলা ভাষায় কথা বললেই অকথ্য মার জুটছে। ভদ্রক এলাকায় কাজ করতে গিয়েছিলেন, ডোমকল ও জলঙ্গি ব্লকের এমন অন্তত ২৫ জন শ্রমিকের খোঁজ মিলছে না বলেও শোনা যাচ্ছে। বাড়ি ফিরতে মরিয়া শ্রমিকেরা ওড়িশার বিভিন্ন স্টেশনে কার্যত আত্মগোপন করে আছেন।

শ্রমিকদের অভিযোগ, পুলিশ থাকলেও অনেক ক্ষেত্রে তাঁরা নীরব দর্শক হয়ে থাকছেন।
তাঁরা বলছেন, প্রতি মুহূর্তে আতঙ্কে দিন কাটছে। কখন যে নতুন করে আক্রমণ হবে সেই ভয়ে আছেন। শ্রমিকদের অভিযোগ, মুর্শিদাবাদ আর সংখ্যালঘু শুনলেই বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে। বেধড়ক মারধর করা হচ্ছে। এমনকী স্টেশনে ঢুকে ৮-১০ জন লাঠি দিয়ে বেধড়ক মারা হয়েছে বলে অভিযোগ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen