‘গরিব রাজ্য’ বলে বাংলাকে অপমান! অমিত শাহকে ‘দিল্লির জমিদার’ তকমা দিয়ে তীব্র আক্রমণ তৃণমূলের
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৩১: ছাব্বিশের ভোটের আগে পশ্চিমবঙ্গকে ‘গরিব রাজ্য’ বলে কটাক্ষ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ! (Amit Shah) তাঁর সেই মন্তব্যের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিল তৃণমূল কংগ্রেস। এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) একটি কড়া বিবৃতিতে রাজ্যের শাসক দল অমিত শাহকে ‘দিল্লির জমিদার’ বলে সম্বোধন করে অভিযোগ করেছে, তাঁর এই মন্তব্য বাংলার মানুষ এবং মাটির প্রতি বিজেপির চরম অবজ্ঞা ও ঘৃণার বহিঃপ্রকাশ।
তৃণমূলের তরফে সোশ্যাল মিডিয়ায় করা ওই পোস্টে বলা হয়েছে, অমিত শাহ বাংলাকে ‘গরিব রাজ্য’ বলে উপহাস করেছেন। দলের দাবি, বিজেপি (BJP) নেতারা বাংলাকে অনগ্রসর ও করুণার পাত্র মনে করেন। তৃণমূলের প্রশ্ন, “যে রাজ্যকে আপনারা দরিদ্র ও করুণার যোগ্য বলে মনে করেন, সেই রাজ্যেই আবার দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার দিবাস্বপ্ন দেখেন- এটা কি পরিহাস নয়?”
বিবৃতিতে বিজেপিকে ‘দিল্লির জমিদার’ আখ্যা দিয়ে বলা হয়েছে, তারা বাংলাকে ঘৃণার চোখে দেখে এবং লুটপাটের জায়গা হিসেবে বিবেচনা করে। বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে তৃণমূল বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেছে। পোস্টে লেখা হয়েছে, “আপনারা ভুলে গেছেন যে এটা রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের মাটি। এটা সেই বিপ্লবীদের মাটি, যাঁরা ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন, অথচ আপনাদের আদর্শিক পূর্বপুরুষরা তখন মুচলেকা বা মার্জনা ভিক্ষার চিঠি লিখছিলেন।”
তৃণমূলের (TMC) দাবি, বাংলাকে ‘গরিব রাজ্য’ বলে অমিত শাহ আসলে নিজের এবং দলের বিপদ ডেকে এনেছেন। এই মন্তব্যই আগামী দিনে বাংলার মানুষের কাছে বিজেপি-বিরোধী লড়াইয়ের অন্যতম হাতিয়ার বা ‘র্যালিং ক্রাই’ হয়ে উঠবে বলে হুঁশিয়ারি দিয়েছে ঘাসফুল শিবির।
.@AmitShah sneers at Bengal as a “gareeb rajya,” with contempt for a land and people he clearly despises as backward, inferior, undeserving.
How deliciously ironic that you fantasise about a two-thirds majority in a state you openly mock as poor and pitiful. You arrogant DELHI… pic.twitter.com/c8zj7hM0iT
— All India Trinamool Congress (@AITCofficial) December 30, 2025