গরহাজির জয়া-অমিতাভ, সিনিয়র বচ্চনের নাতির ছবির বিশেষ প্রদর্শনীতে রেখা

December 30, 2025 | < 1 min read

Authored By:

Saikat Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৪৫: জয়া-অমিতাভ-রেখা, এই তিনজনের সম্পর্কের গসিপ্ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন সিনেপ্রেমীরা। বিগ বি-র নাতি অগস্ত্যের ছবির বিশেষ স্ক্রিনিংয়েও যেন তাড়া করল সেই কন্ট্রোভার্সি। অমিতাভের নাতি অগস্ত্য নন্দের (Agastya Nanda) প্রথম ছবি ‘ইক্কিস’-র বিশেষ প্রদর্শনীতে পৌঁছে গেলেন রেখা (Rekha)।

বলিউডের অ্যাংরি ইয়ানম্যান অমিতাভের (Amitabh Bachchan) সঙ্গে সম্পর্ক নিয়ে বরাবরই ডাকাবুকো রেখা। একদা রেখা-অমিতাভের ‘প্রেম’-র গুঞ্জনে মুখরিত ছিল বলিউড। জয়া-অমিতাভ-রেখার সম্পর্কের সমীকরণ নিয়ে বলিউডে গুঞ্জনের অন্ত ছিল না। দাদুর পর নাতি অগস্ত্য নন্দের সঙ্গেও জড়িয়ে পড়লেন রেখা। তাঁর প্রথম ছবি ‘ইক্কিস’-র বিশেষ প্রদর্শনীতে গিয়ে রেখাই নজর কাড়লেন।

অভিষেক-ঐশ্বর্যা হোক বা আরাধ্যা, অমিতাভের পরিবারের প্রতি বরাবর আবেপ্রবণ রেখা। রেখা বার বার ঐশ্বর্যার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। এবার ‘ইক্কিস’-র বিশেষ প্রদর্শনীতে অগস্ত্যের ছবি সহ বড় পোস্টারের দিকে ছুটে যান অভিনেত্রী। পোস্টারে অগস্ত্যকে আদরে-চুমুতে ভরিয়ে দেন। প্রিমিয়ারে হাজির ছিলেন শ্বেতা বচ্চন। তবে নাতির জীবনের এমন জরুরি দিনে অমিতাভ ও জয়া বচ্চন (Jaya Bachchan) ছিলেন না। ‘ইক্কিস’ যেমন অগস্ত্যের প্রথম ছবি, তেমনই ধর্মেন্দ্রের শেষ ছবিও। বাবার শেষ ছবি দেখতে এসে চোখ ভিজল ববি ও সানির।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen