‘নিজের ব্যর্থতাই স্বীকার করছেন’, সীমান্ত ও অনুপ্রবেশ ইস্যুতে অমিত শাহকে তোপ তৃণমূল সাংসদের
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৫৬: সামনেই ছাব্বিশের নির্বাচন। তার আগে তিন দিনের বঙ্গ সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার, শাহ বলেন, “বাংলার সীমান্ত দিয়ে যে অনুপ্রবেশ হচ্ছে, তা শুধু বাংলার বিষয় নয়। পুরো দেশের নিরাপত্তার বিষয়।” শাহের দাবি উড়িয়ে পাল্টা আক্রমণ শানাল তৃণমূল কংগ্রেস। দলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে (Saket Gokhale)। শাহের ‘একজন অনুপ্রবেশকারীকেও ঢুকতে দেওয়া হবে না’- এই মন্তব্যকে হাতিয়ার করে গোখলে দাবি করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসলে বারবার জনসমক্ষে নিজের অযোগ্যতা এবং ব্যর্থতাই স্বীকার করে নিচ্ছেন।
মঙ্গলবার কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) বলেন, “একজন অনুপ্রবেশকারীকেও ভারতে প্রবেশ করতে দেওয়া হবে না।” এর আগে সোমবার গুয়াহাটিতেও তিনি একই কথা বলেছিলেন। শাহের এই মন্তব্যের প্রেক্ষিতেই সোশ্যাল মিডিয়ায় একটি বিস্ফোরক পোস্ট করেন সাকেত গোখলে।
তৃণমূল সাংসদের যুক্তি, ভারতের সীমান্ত রক্ষার দায়িত্ব সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের হাতে, যার মাথায় রয়েছেন স্বয়ং অমিত শাহ। তাই সীমান্তে অনুপ্রবেশ ঘটলে তার দায় সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর ওপরেই বর্তায়। সাকেত গোখলে লেখেন, “শাহ সম্ভবত মোদী সরকারের প্রথম ‘সৎ’ মন্ত্রী, যিনি বারবার নিজের অযোগ্যতার কথা জনসমক্ষে স্বীকার করে নিচ্ছেন।”
নিজের দাবির স্বপক্ষে সাকেত গোখলে বেশ কয়েকটি গুরুতর ঘটনার উল্লেখ করেছেন
১. অনুপ্রবেশকারীরা সীমান্ত পেরিয়ে ২০০ কিলোমিটার ভেতরে ঢুকে পাহালগামে হামলা চালায়, যেখানে ২৬ জন ভারতীয়র মৃত্যু হয়।
২. অনুপ্রবেশকারীরা দেশের রাজধানী দিল্লিতে পৌঁছে বিস্ফোরণ ঘটায়, যাতে ১৫ জন প্রাণ হারান।
৩. অসম এবং ত্রিপুরার মতো রাজ্যে যেখানে বিজেপির তথাকথিত ‘ডবল ইঞ্জিন’ সরকার রয়েছে, সেখানেও বিজেপি দাবি করে যে অনুপ্রবেশকারী রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রকের নিয়ন্ত্রণাধীন সীমান্তে কীভাবে এই ঘটনাগুলি ঘটছে, তা নিয়ে প্রশ্ন তুলে সাকেত গোখলে অমিত শাহের কাছে সরাসরি দুটি জবাব চেয়েছেন
১. ২০১৯ সালের ৩০ মে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ঠিক কতজন অনুপ্রবেশকারী ভারতে প্রবেশ করেছে?
২. শাহের নজরদারি সত্ত্বেও কীভাবে এই অনুপ্রবেশকারীরা ভারতে ঢুকল?
সবশেষে স্বরাষ্ট্রমন্ত্রীকে ব্যক্তিগত কটাক্ষ করতেও ছাড়েননি সাকেত। তিনি মন্তব্য করেন, দেশের দীর্ঘতম মেয়াদের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়া সত্ত্বেও ‘প্রাক্তন তড়িপার’ (অমিত শাহকে ইঙ্গিত করে) অনুপ্রবেশকারীদের ভারত থেকে ‘তড়িপার’ বা বিতাড়িত করতে ব্যর্থ হয়েছেন।
Union HM Amit Shah held a presser today in Kolkata where he said “not a single infiltrator will be allowed”.
He said the same thing in Guwahati yesterday.
Shah must be the first honest Modi Minister who repeatedly admits his own incompetence in public.
👉 Infiltrators…
— Saket Gokhale MP (@SaketGokhale) December 30, 2025