‘ট্র্যাক রেকর্ড দেখুন’, পুরনো ভবিষ্যদ্বাণীর পরিসংখ্যান তুলে শাহকে তীব্র কটাক্ষ তৃণমূল সাংসদের
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:০৫: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভোট প্রচারে যে রাজ্যেই যান কিছু না কিছু ভবিষ্যদ্বাণী করেন। ২৬শের ভোটের আগে এবার বঙ্গে অমিত শাহের সফরের দিনেই এবার শাহকে এই নিয়ে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien)। নির্বাচনের ফলাফল নিয়ে অমিত শাহের (Amit Shah) অতীতে করা বিভিন্ন ভবিষ্যদ্বাণী এবং তার বাস্তব ফলাফলের পরিসংখ্যান তুলে ধরে X হ্যান্ডেলে (সাবেক টুইটার) একটি পোস্ট করেছেন তিনি। ডেরেকের দাবি, শাহের কথার সঙ্গে বাস্তবের কোনও মিল থাকে না।
মঙ্গলবার এক্স হ্যান্ডেলে ডেরেক ও’ব্রায়েন লেখেন, “অমিত শাহ আজ বাংলায় এসে আগামী নির্বাচনের আসন নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন। কিন্তু ওনার ট্র্যাক রেকর্ড কী বলছে? দেখুন।” এই বার্তার সঙ্গেই তিনি বিগত কয়েকটি নির্বাচনে অমিত শাহের দাবি বনাম আসল ফলাফলের একটি তালিকা বা ভিডিও বার্তা পেশ করেন।
তৃণমূল সাংসদ মূলত চারটি নির্বাচনের উদাহরণ টেনে এনেছেন যেখানে অমিত শাহের ভবিষ্যদ্বাণী বিফলে গেছে
১. ছত্তিশগড় নির্বাচন ২০১৮: সেই সময় অমিত শাহ দাবি করেছিলেন, জনাদেশের ওপর তাঁদের ভরসা আছে এবং বিজেপি চতুর্থবারের জন্য সরকার গড়বে। কিন্তু বাস্তবে ৯০টি আসনের মধ্যে বিজেপি জিতেছিল মাত্র ১৫টি আসনে।
২. দিল্লি নির্বাচন ২০২০: অমিত শাহ বলেছিলেন, দিল্লির মানুষ তুষ্টিকরণ ও নৈরাজ্য থেকে মুক্তি চায়। তিনি দাবি করেছিলেন, ১১ ফেব্রুয়ারি ফলাফলের দিন দেখা যাবে বিজেপি ৪৫টির বেশি আসন পেয়ে সরকার গড়ছে। অথচ ৭০ আসনের দিল্লি বিধানসভায় বিজেপি পেয়েছিল মাত্র ৮টি আসন।
৩. পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১: একুশের নির্বাচনের আগে অমিত শাহের গলার জোর ছিল অনেক বেশি। তিনি ঘোষণা করেছিলেন, “২০০-র বেশি আসনে ভারতীয় জনতা পার্টি জিতবে।” কিন্তু ফলাফলের দিন দেখা যায়, ২৯৪ আসনের মধ্যে বিজেপি ৭৭টি আসনে আটকে গেছে।
৪. লোকসভা নির্বাচন ২০২৪: সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনেও অমিত শাহের স্লোগান ছিল ‘আব কি বার ৪০০ পার’। কিন্তু ৫৪৩ আসনের মধ্যে বিজেপি এককভাবে ২৪০টি আসনেই থমকে যায়।
প্রসঙ্গত, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আজই রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দলীয় কর্মীদের চাঙ্গা করতে তিনি ফের রাজ্যে পালাবদলের ডাক দিয়েছেন। ঠিক সেই মুহূর্তেই ডেরেক ও’ব্রায়েন অতীতের এই পরিসংখ্যান তুলে ধরে বোঝাতে চাইলেন, শাহের ভবিষ্যদ্বাণীর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে।
Amit Shah flew into Bengal today and predicted seats for the upcoming elections in the State. What’s his track record like? Watch 😂 pic.twitter.com/zBRHiEb4uz
— Derek O’Brien | ডেরেক ও’ব্রায়েন (@derekobrienmp) December 30, 2025