খসড়া ভোটার তালিকায় নাম ওঠার পরেও শুনানিতে ডাক অসুস্থ জয় গোস্বামী ও তাঁর কন্যাকে
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:১৫: বাংলায় চলছে SIR-র শুনানি পর্ব। যা নিয়ে ক্ষোভ জমছে আম নাগরিকদের মধ্যে। বৃদ্ধ, বৃদ্ধা, অসুস্থদেরও রেহাই দেওয়া হচ্ছে না। অভিযোগ, নাগরিকদের মানসিক ও শারীরিক হেনস্থা করা হচ্ছে। এবার বিশিষ্ট কবি ও সাহিত্যিক জয় গোস্বামীকেও ডাকা হল শুনানিতে।
কবি জয় গোস্বামী, তাঁর স্ত্রী কাবেরী গোস্বামী এবং তাঁদের কন্যা দেবত্রী, তিনজনই এনিউমারেশন ফর্ম যথাসময়ে জমা দেন। খসড়া ভোটার তালিকায় নাম ওঠে। কিন্তু সোমবার হঠাৎই ফোন আসে। জানানো হয়—কবি ও কবি-কন্যাকে ২ জানুয়ারি শুনানিতে হাজির হতে হবে। জয় গোস্বামী এখনও অসুস্থ। সম্প্রতি হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। মোট তিনটি অস্ত্রোপচার হয় তাঁর। সংক্রমণের ভয় রয়েছে, চিকিৎসকেরা তাঁকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন। এই অবস্থায় তাঁকে শুনানিতে নিয়ে যাওয়া কার্যত অসম্ভব।
কাবেরী গোস্বামী জানান, বর্তমানে সল্টলেকে বসবাস করলেও, যে বিধানসভা কেন্দ্রে এতদিন ভোট দিয়েছেন তাঁরা, সেখানেই গিয়ে সমস্ত নিয়ম মেনে তিনি নিজে ফর্ম পূরণ করেছিলেন। খসড়া তালিকায় নাম ওঠার পর তাঁরা ভেবেছিলেন, নির্বিঘ্নেই কাজ হল। কিন্তু ফোনে শুনানির ডাক আসে। কাবেরী জানান, ‘‘গতকাল আমাকে জানানো হয়েছে, ২ জানুয়ারি জয় আর বুকুনকে শুনানিতে যেতে হবে। কিন্তু জয়ের শারীরিক অবস্থা এমন যে, তাঁকে বাইরে নিয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। সংক্রমণের ভয় রয়েছে।’’
জয়কে নিয়ে যাওয়া সম্ভব নয়, তা BLO-কে জানান কবি পত্নী। কিন্তু তার উত্তরে কোনও প্রতিক্রিয়া মেলেনি। কাবেরীর প্রশ্ন, ‘‘আমি বিজেপির কাছে জানতে চাই, এই হেনস্থার মানে কী? ভাবুন তো, জয় গোস্বামীর মতো একজন মানুষ যদি এই পরিস্থিতির মুখোমুখি হন, তাহলে সাধারণ মানুষের অবস্থা কী?’’
এখানেই প্রশ্ন উঠছে, নাগরিকদের এই হেনস্থার মানে কী?