ফিরে দেখা ২০২৫: VIRAL! নেট দুনিয়া কাঁপলো কোন কোন মুহূর্তে?

December 30, 2025 | 3 min read

সুনীতা উইলিয়ামসদের অভ্যর্থনা জানাতে হাজির ডলফিনরা: ২৮৬ দিন পর চলতি বছরের মার্চ মাসে মহাকাশ থেকে ফিরে আসেন সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোর। ফ্লোরিডার সমুদ্রে অবতরণ করে ‘ড্রাগন ফ্রিডম’। তখনই একদল ডলফিনকে দেখা যায় সমুদ্রে। যেন তারা সুনীতাদের স্বাগত জানাতে এসেছিল।

শ্রেণিকক্ষে অধ্যাপিকা ও ছাত্রের বিয়ে: রাজ্যের প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ‘ম্যাকাউট’-র হরিণঘাটা ক্যাম্পাসের শ্রেণিকক্ষে অধ্যাপিকা এবং ছাত্রের বিয়ে। সমাজ মাধ্যমে ভিডিওটি রীতিমতো ভাইরাল হয়। অধ্যাপিকা দাবি করেন, বিয়ে সত্যি ছিল না।

কোল্ডপ্লেকনসার্ট কাণ্ড: স্ত্রীকে লুকিয়ে প্রেমিকার সঙ্গে কোল্ডপ্লে’র শো দেখতে গিয়েছিলেন বিখ্যাত সংস্থা অ্যাস্ট্রোনমারের সিইও অ্যান্ডি বায়রন। কিস ক্যাম তাঁদের দিকে তাক করতেই মুখ লুকিয়ে ফেলেন যুগল। ফাঁস হয়ে যায় তাঁদের পরকীয়া।

বাইশ গজে সেলিব্রেশনে পাকিস্তানের ‘প্লেন ক্র্যাশ’: পাকিস্তানের দাবি, অপারেশন সিঁদুরের সময় ভারতের ছ’টি যুদ্ধবিমান ধ্বংস করেছে তারা। খেলার মাঠে এসে পড়ে সে প্রসঙ্গ। এশিয়া কাপে ভারত-পাক ম্যাচ চলাকালীন পাকিস্তানি বোলার হ্যারিস রউফ ইশারা করেন, উড়তে উড়তে মাটিতে পড়ছে বিমান। হাতের সাহায্য ছয় আঙুলও দেখান। পরের ম্যাচেই রউফকে যোগ্য জবাব দেন বুমরাহ। তাঁকে আউট করে বিমান ভূপতিত হওয়ার ভঙ্গি দেখান ভারতীয় পেসার।

পাকিস্তানে লাইভ করতে বন্যায় এসে ভেসে গেলেন সাংবাদিক: এ বছর ভয়ঙ্কর বন্যার কবলে পড়ে পাকিস্তান। রাওয়ালপিণ্ডির কাছে চাহান বাঁধের কাছে বন্যা পরিস্থিতির খবরের লাইভ করতে করতে আসেন এক সাংবাদিক। জলের স্রোতে ভেসে যান ওই সাংবাদিক। ভিডিওটি সমাজ মাধ্যমে ভাইরাল হয়।

বিদেশিনীকে দেখে যুবকের হস্তমৈথুন: শ্রীলঙ্কায় এক বিদেশি মহিলাকে দেখে ‘আপনার সঙ্গে সঙ্গম করতে চাই’ বলে কুপ্রস্তাব দিয়েছিলেন এক যুবক। প্রত্যাখ্যাত হতে মহিলার সামনে প্রকাশ্যে হস্তমৈথুন শুরু করে ওই যুবক। ঘটনাটির ভিডিও ভাইরাল হয় সমাজ মাধ্যমের পাতায়।

স্মৃতি-পলাশের প্রেম নিবেদন: বিয়ের আগেই তারকাজুটির ভিডিও প্রকাশ্যে এসেছিল। স্মৃতিদের বিশ্বজয়ের বাইশ গজে প্রেমিকাকে বিয়ের জন্য বিশেষ কায়দায় প্রস্তাব দেখা দিতে দেখা গিয়েছিল পাত্র পলাশকে। লাল রঙের পোশাকে সজ্জিত হবু স্ত্রীকে ডিওয়াই পাটিল স্টেডিয়ামে হাঁটুতে ভর দিয়ে বিয়ের প্রস্তাব দিতে দেখা যায় পলাশকে। স্মৃতির আঙুলে পরিয়ে দেন হিরের আংটি।

তরুণীর হিজাব ধরে টান নীতীশের: মঞ্চে এক তরুণী চিকিৎসকের হিজাব টান দিয়ে খুলে ফেলার চেষ্টা করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ঘটনার নিন্দার ঝড় ওঠে সমাজ মাধ্যমে।

মোদীর ‘বঙ্কিমদা’ আখ্যা: শীতকালীন অধিবেশনে বন্দে মাতরম নিয়ে আলোচনার সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ বলে সম্বোধন করেন নরেন্দ্র মোদী। প্রতিবাদের ঝড় ওঠে নানা মহলে।

ধুরন্ধর-এ অক্ষয় খান্না: ‘ধুরন্ধর’ জ্বরে কাবু গোটা দেশ তথা বিশ্ব। ধুরন্ধর ছবিতে ‘রেহমান’ ডাকাতের চরিত্রে প্রশংসিত হয়েছেন অক্ষয়। ছবিতে তাঁর ‘এফএ৯এলএ’ নাচ ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে। একটি আরবি গানের তালে অক্ষয় নেচেছেন। এই নাচেই মজে নেট দুনিয়া।

TwitterFacebookWhatsAppEmailShare

ফলো করুন :

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen