“নরেন্দ্রনাথ দত্ত আর নরেন্দ্র মোদী এক নন”— বিতর্কে রাজ চক্রবর্তীর কড়া জবাব

December 30, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:২৩: রাজ চক্রবর্তীর নতুন ছবি ‘হোক কলরব’ মুক্তির আগেই বিতর্কের ঝড়। ছাত্র আন্দোলন, ক্যাম্পাস রাজনীতি এবং ২০১৪-র যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ‘হোক কলরব’ আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত এই ছবি মুক্তি পাবে আগামী ২৩ জানুয়ারি। টিজার প্রকাশের পর থেকেই শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া, বিশেষ করে শাশ্বত চট্টোপাধ্যায়ের একটি সংলাপকে কেন্দ্র করে।

বিতর্কের উৎস: টিজারে শাশ্বত চট্টোপাধ্যায়কে দেখা যাচ্ছে ‘ক্ষুদিরাম চাকী’ নামে এক আইপিএস অফিসারের চরিত্রে। একটি দৃশ্যে তাঁর সংলাপ—
“নমস্কার, আমি ক্ষুদিরাম চাকী। না, আমি ঝুলি না, ঝোলাই!”
এই সংলাপ এবং চরিত্রের নামকে কেন্দ্র করেই সৃষ্টি হয়েছে বিতর্ক। নেটিজেনদের একাংশের দাবি, ভারতের দুই বিপ্লবী ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকী— দুই মহান নামকে “মিশিয়ে” এবং ফাঁসি-সম্পর্কিত সংলাপ ব্যবহার করে তাঁদের আত্মত্যাগকে ব্যঙ্গ করা হয়েছে।

সমালোচকদের বক্তব্য: ক্ষুদিরাম বসু হাসিমুখে ফাঁসির দড়ি গলায় তুলেছিলেন— সেই ঐতিহাসিক সত্যের প্রতি এই সংলাপ কুরুচিকর ইঙ্গিত ছুঁড়ে দেয়।

বিতর্ক বাড়তেই মুখ খুললেন পরিচালক রাজ চক্রবর্তী। তাঁর অভিযোগ— এই বিরোধিতা “পরিকল্পিত”, এবং এর পিছনে রয়েছে বিজেপি আইটি সেল। তাঁর বক্তব্য: “ক্ষুদিরাম চাকী আর ক্ষুদিরাম বোস এক নয়। আমাদের চরিত্রের সঙ্গে বিপ্লবীদের তুলনা করার চেষ্টা করা হচ্ছে— এটা একেবারে উদ্দেশ্যপ্রণোদিত। আমরা কোনো মহাপুরুষকে অসম্মান করতে পারি না।” রাজ আরও বলেন—“যেমন নরেন্দ্রনাথ দত্ত আর নরেন্দ্র মোদী এক নন, তেমনই ক্ষুদিরাম চাকী আর ক্ষুদিরাম বোস বা প্রফুল্ল চাকীকে গুলিয়ে ফেলবেন না। সিনেমা না দেখে টিজার দেখে বিচার করবেন না।” পরিচালকের দাবি, ছবির প্রসঙ্গ, প্রেক্ষাপট এবং চরিত্রের স্তরগুলো সম্পূর্ণ আলাদা। কিন্তু একটি রাজনৈতিক ইচ্ছাকৃত প্রচার, মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে।

পরিচালক ক্ষোভ প্রকাশ করে বলেন— “যারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, বঙ্কিমচন্দ্রকে ‘বঙ্কিমদা’ বলে, রবীন্দ্রনাথকে ছোট করে— তাদের মুখে সংস্কৃতি ও ইতিহাসের কথা মানায় না। এই আইটি সেলের প্রোপাগান্ডায় কান দেবেন না।”
তিনি আশ্বাস দেন— সম্পূর্ণ ছবি দেখলেই স্পষ্ট হয়ে যাবে সংলাপ এবং চরিত্রের প্রকৃত উদ্দেশ্য। টিজারের উপর ভিত্তি করে ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে।

মুক্তির আগেই ‘হোক কলরব’ যে আলোড়ন তুলতে শুরু করেছে তা স্পষ্ট। ছাত্র রাজনীতি, আন্দোলনের ইতিহাস, আর বিতর্কিত সংলাপ— সব মিলিয়ে ছবি নিয়ে উত্তেজনা চরমে। এখন অপেক্ষা ২৩ জানুয়ারির। পুরো সিনেমা প্রকাশ্যে এলেই স্পষ্ট হবে— বিতর্কের ধোঁয়াশা কাটবে, নাকি আরও নতুন আলোচনার জন্ম দেবে রাজের ‘হোক কলরব’।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen