১০ বছরের প্রাক্তন মন্ত্রীকেও দিতে হবে নাগরিকত্বের প্রমাণ? SIR শুনানির নোটিস পেয়ে ‘অবাক’ কান্তি গঙ্গোপাধ্যায়
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:৩০: রাজ্যে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) শুনানি নিয়ে বিতর্ক ক্রমশ দানা বাঁধছে। সাধারণ প্রবীণ নাগরিকদের হয়রানির অভিযোগের মধ্যেই এবার শুনানির নোটিস পেলেন বাম জমানার অন্যতম হেভিওয়েট মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায় (Kanti Gangopadhyay)। টানা ১০ বছর রাজ্যের মন্ত্রী থাকার পরেও এমন নোটিস পেয়ে স্বভাবতই বিস্মিত বর্ষীয়ান এই সিপিআইএম (CPIM) নেতা। আগামী ২ জানুয়ারি তাঁকে শুনানির জন্য হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্রের খবর, নোটিস পাওয়ার পরেই নির্বাচন কমিশনকে পালটা চিঠি দিয়েছেন কান্তি গঙ্গোপাধ্যায়। প্রাক্তন মন্ত্রী তাঁর বিস্ময় গোপন করেননি। তিনি বলেন, “আমি তো অবাক।” কমিশনকে দেওয়া চিঠিতে তিনি নিজের দীর্ঘ রাজনৈতিক ও প্রশাসনিক জীবনের খতিয়ান তুলে ধরেছেন। তিনি উল্লেখ করেছেন, দীর্ঘ সময় তিনি বিধায়ক ছিলেন, ১০ বছর রাজ্যের মন্ত্রিত্ব সামলেছেন। এছাড়াও কলকাতা পুরসভার কাউন্সিলর ও বরো কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
কান্তি গঙ্গোপাধ্যায়ের প্রশ্ন, এনুমারেশন ফর্মে (enumeration form) তিনি যাবতীয় প্রয়োজনীয় নথি আগেই জমা দিয়েছিলেন। তা সত্ত্বেও কেন তাঁকে শুনানিতে তলব করা হলো, তা নিয়ে ধন্দ প্রকাশ করেছেন তিনি। তবে তিনি জানিয়েছেন, আইনের প্রতি পূর্ণ আস্থা রেখে নির্ধারিত দিনে অর্থাৎ ২ জানুয়ারি তিনি শুনানিতে হাজিরা দেবেন।
উল্লেখ্য, বর্তমানে রাজ্যজুড়ে চলা এসআইআর (SIR) শুনানি প্রক্রিয়ায় বহু প্রবীণ এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষকে ডেকে পাঠানোর অভিযোগ উঠছে। শাসকদল তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই এই প্রক্রিয়ার তীব্র বিরোধিতা করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সাফ জানিয়েছেন, প্রবীণ নাগরিকদের এই ধরনের হয়রানি বরদাস্ত করা হবে না। দলের তরফে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে প্রতিবাদও জানানো হয়েছে।