দিল্লিতে নির্বাচন কমিশনে অভিষেক, রাজ্যে শাহ, খালেদা জিয়ার শেষকৃত্য, হাড়কাঁপানো শীত

December 31, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৯:০০: আজ দিনভর রাজ্য ও জাতীয় রাজনীতিতে থাকছে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি। একদিকে দিল্লিতে নির্বাচন কমিশনের দরজায় কড়া নাড়ছে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে রাজ্যে দলীয় সংগঠনকে চাঙ্গা করতে ব্যস্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। পাশাপাশি ওপার বাংলায় খালেদা জিয়ার শেষকৃত্য এবং রাজ্যের হাড়কাঁপানো শীতের পরিস্থিতি- সব মিলিয়ে আজ খবরের শিরোনামে থাকছে একাধিক বিষয়।

দিল্লিতে কমিশনে তৃণমূলের প্রতিনিধিদল

SIR-র শুনানি পর্ব নিয়ে অভিযোগ জানাতে আজ দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধিদল। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। গত শনিবারই অভিষেক এই কর্মসূচির ঘোষণা করেছিলেন। সেই মতো মঙ্গলবার রাতেই দলের সাংসদরা দিল্লিতে পৌঁছে গিয়েছেন। আজ বেলা ১২টা নাগাদ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ কমিশনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে তাঁদের বৈঠকের কথা রয়েছে। বৈঠকের পর অভিষেক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

রাজ্যে অমিত শাহের সফর

আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পশ্চিমবঙ্গ সফরের তৃতীয় তথা শেষ দিন। সকাল সাড়ে ১১টা নাগাদ রাজ্য বিজেপির সাংসদ ও বিধায়কদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তিনি। এরপর দুপুর পৌনে ২টোয় সায়েন্স সিটি অডিটোরিয়ামে কলকাতা পুরসভা এলাকার দলীয় কর্মীদের নিয়ে আয়োজিত সম্মেলনে যোগ দেবেন শাহ। নির্বাচনমুখী বাংলায় কলকাতার নেতা- কর্মীদের তিনি কী ভোটের বার্তা দেন, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সবশেষে বিকেল সাড়ে ৩টে নাগাদ উত্তর কলকাতার ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দিয়ে তাঁর বঙ্গ সফর শেষ করার কথা রয়েছে।

এসআইআর শুনানিতে ভোগান্তি ও ক্ষোভ

কমিশনের আশ্বাসের পরেও এসআইআর শুনানি নিয়ে জেলায় জেলায় সাধারণ মানুষের হয়রানির ছবি অব্যাহত। বয়স্ক ও অসুস্থদের বাড়ি গিয়ে শুনানি করার কথা থাকলেও বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। ক্যানসার আক্রান্ত রোগী থেকে শুরু করে সদ্য পেসমেকার বসানো বৃদ্ধাকেও লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। চতুর্থ দিনেও এই অব্যবস্থা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন সাধারণ মানুষ। অন্যদিকে, বিএলএ-২ ইস্যুতে কমিশনের সঙ্গে রাজ্য শাসকদলের সংঘাত এখনও জারি। আজ পঞ্চম দিনের শুনানিতে পরিস্থিতির কোনও উন্নতি হয় কি না, সেদিকে নজর থাকবে।

খালেদা জিয়ার শেষকৃত্য

আজ দুপুরে ঢাকায় সম্পন্ন হবে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি নেত্রী খালেদা জিয়ার শেষকৃত্য। ঢাকার জাতীয় সংসদ ভবন মাঠ সংলগ্ন জিয়া উদ্যানে, স্বামী তথা প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাঁকে সমাহিত করা হবে। এই অনুষ্ঠানে বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশাপাশি উপস্থিত থাকার কথা ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। প্রতিবেশি দেশের এই পালাবদলের মুহূর্তের দিকে আজ বিশেষ নজর থাকবে।

রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত

রাজনীতির উত্তাপ বাড়লেও প্রকৃতিতে শীতের দাপট অব্যাহত। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ- সর্বত্রই হাড়কাঁপানো ঠান্ডা। কলকাতায় ইতিমধ্যেই মরসুমের শীতলতম দিন অনুভূত হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা একই রকম থাকবে, অর্থাৎ শীতের আমেজ বজায় থাকবে। এরপর তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, আজ থেকে শুক্রবার পর্যন্ত দার্জিলিঙে হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনার কথাও শুনিয়েছেন আবহাওয়াবিদরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen