মার্কিন মুলুক থেকে LPG আমদানির সিদ্ধান্ত, বাড়তে পারে গ্যাসের দাম?

December 31, 2025 | 2 min read

Authored By:

Saikat Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:২৪: নতুন বছরের শুরুতেই সাধারণ মানুষের হেঁশেলে বড়সড় কোপ পড়ার আশঙ্কা! এবার রান্নার গ্যাসের (LPG) ভরতুকিতেও কাঁচি চালাতে পারে কেন্দ্রীয় সরকার (Central Government)। পশ্চিম এশিয়ার বদলে এবার আমেরিকা থেকে বিপুল পরিমাণ এলপিজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার (Modi govt)। আর এই পালাবদলের জেরে আমদানির খরচ একধাক্কায় অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়তে পারে গ্যাসের দাম ও ভরতুকি নীতিতে।

সরকারি সূত্রে খবর, ভারতের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি এবার সম্মিলিতভাবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বছরে প্রায় ২২ লক্ষ টন এলপিজি (LPG) আমদানির পরিকল্পনা করেছে। নতুন বছরের গোড়া থেকেই এই প্রক্রিয়া শুরু হওয়ার কথা। এতদিন ভারতের এলপিজি বাজারের মূল জোগান আসত পশ্চিম এশিয়া থেকে। কিন্তু শুল্ক-যুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক পরিস্থিতিতে এবং বিকল্পের সন্ধানে এবার ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) দেশের দিকেই ঝুঁকছে ভারত।

বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ার তুলনায় আমেরিকার ভৌগোলিক অবস্থান ভারত থেকে অনেকটাই দূরে। ফলে স্বাভাবিকভাবেই জাহাজ ভাড়া সহ অন্যান্য পরিবহণ ও লজিস্টিক খরচ অনেকটাই বৃদ্ধি পাবে। এতদিন আন্তর্জাতিক বাজারে ‘সৌদি কনট্র্যাক্ট প্রাইস’-এর ওপর ভিত্তি করে দেশে ভরতুকি নির্ধারিত হত, কারণ সেখান থেকে আমদানির খরচ ছিল তুলনামূলক কম ও স্থিতিশীল। কিন্তু এখন উৎস বদলে যাওয়ায় এবং পরিবহণ খরচ বাড়ায় সেই পুরনো ফর্মুলা বা সমীকরণ আর কার্যকর থাকবে না।

এমতাবস্থায়, এলপিজি ভরতুকি নির্ধারণের পুরো প্রক্রিয়াটিই কেন্দ্র পুনর্মূল্যায়ন করতে পারে বলে মনে করা হচ্ছে। আর সেই সূত্রেই আশঙ্কা করা হচ্ছে, বর্ধিত আমদানি খরচের সাথে সামঞ্জস্য রাখতে গিয়ে নতুন বছরে রান্নার গ্যাসের ( cooking gas) ওপর থেকে ভরতুকি ছাঁটাই করতে পারে সরকার। অর্থাৎ, এলপিজি (LPG) সরবরাহ-শৃঙ্খল বা সাপ্লাই চেইনের এই পরিবর্তনের মাশুল শেষ পর্যন্ত সাধারণ মানুষকেই গুনতে হতে পারে বলে আশঙ্কা ওয়াকিবহাল মহলের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen