বাংলাদেশি বই বিক্রিতে বাধা, হিন্দু জাগরণ মঞ্চের বিক্ষোভে ধুন্ধুমার শ্যামনগর বইমেলা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:২৫: ওপার বাংলার অস্থিরতার প্রভাব এপার বাংলাতেও! উত্তর ২৪ পরগনার শ্যামনগর বইমেলাতে চরম উত্তেজনা। মঙ্গলবার রাতে মেলার এক স্টলে বাংলাদেশি সাহিত্যিকদের বই বিক্রির অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়ে হিন্দু জাগরণ মঞ্চ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগদ্দল থানার পুলিশ। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গিয়েছে, এবছর ২২ তম বর্ষে পদার্পণ করেছে শ্যামনগরের গঙ্গার পাড়ের এই ঐতিহ্যবাহী বইমেলা। দেশ-বিদেশের বহু প্রকাশনী ও লেখকের বইয়ের সম্ভারে জমে ওঠা এই মেলায় ভিড় জমিয়েছিলেন বহু বইপ্রেমী। কিন্তু মঙ্গলবার রাতে ছন্দপতন ঘটে। অভিযোগ, মেলার একটি নির্দিষ্ট স্টলে বাংলাদেশের লেখকদের বই বিক্রি হচ্ছিল। এই খবর ছড়িয়ে পড়তেই হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা সেখানে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।
বিক্ষোভকারীদের দাবি, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত হচ্ছেন। এমতাবস্থায় ভারতের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশের বই বিক্রি করা হিন্দুদের ধর্মীয় আবেগে আঘাত করার সামিল। হিন্দু জাগরণ মঞ্চের সদস্যদের কথায়, “মেলা কর্তৃপক্ষ বিস্তারিত খোঁজখবর না নিয়েই স্টল বসানোর অনুমতি দিয়েছে। কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।” অবিলম্বে মেলা থেকে বাংলাদেশের সমস্ত বই সরিয়ে ফেলার দাবি জানান তাঁরা। দাবি না মানা হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে।
বিক্ষোভের জেরে মেলায় কেনাকাটি করতে আসা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জগদ্দল থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ও মেলা কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।
এ প্রসঙ্গে মেলা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, নিয়ম মেনেই সমস্ত স্টলকে অনুমতি দেওয়া হয়েছিল। তবে উদ্ভূত পরিস্থিতিতে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তাঁরা। আপাতত মেলায় পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।