বর্ষশেষে ভয়াবহ দুর্ঘটনা উত্তরাখণ্ডে, দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ৬০

December 31, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৪৫: বছর শেষের মুখে বড়সড় দুর্ঘটনার সাক্ষী থাকল উত্তরাখণ্ড (Uttarakhand)। মঙ্গলবার রাতে চামোলি জেলার এক জলবিদ্যুৎ প্রকল্পের টানেলের ভেতরে শ্রমিক ও আধিকারিকদের বহনকারী দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এই ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬০ জন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঘটনার আকস্মিকতায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।

জানা গিয়েছে, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে টিএইচডিসি (THDC) পরিচালিত বিষ্ণুগড়-পিপলকোটি জলবিদ্যুৎ প্রকল্পে। প্রত্যক্ষদর্শীদের মতে, শিফট পরিবর্তনের সময় টানেলের ভিতর দিয়ে চলাচলকারী দুটি লোকো ট্রেনের (শ্রমিকবাহী বিশেষ ট্রেন) মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সেই সময় ওই দুটি ট্রেনে মোট ১০৯ জন শ্রমিক এবং আধিকারিক উপস্থিত ছিলেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীরা ছিটকে পড়েন এবং অনেকেই গুরুতর চোট পান।

দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। চামোলির পুলিশ সুপার সুরজিত সিং (Surjit Singh) জানিয়েছেন, উদ্ধারকাজ দ্রুত শুরু করা হয়েছে। আহতদের মধ্যে ৪২ জনকে উদ্ধার করে ইতিমধ্যেই জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৪ থেকে ৫ জনের হাড় ভেঙেছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। এছাড়া গুরুতর আহত আরও ১৭ জনকে উন্নত চিকিৎসার জন্য পিপলকোটির বিবেকানন্দ হাসপাতালে রেফার করা হয়েছে।

কী কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক অনুমান, সিগন্যালিং বা যান্ত্রিক ত্রুটির কারণে এই সংঘর্ষ হয়ে থাকতে পারে। প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত সংস্থার তরফে জানানো হয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেদিকে বিশেষ নজর রাখা হবে। পাশাপাশি, দুর্ঘটনাস্থলে মেডিক্যাল টিম মোতায়েন করা হয়েছে এবং আহতদের চিকিৎসায় যাতে কোনও ত্রুটি না থাকে, তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে সংস্থা।

উল্লেখ্য, অলকানন্দা নদীর উপর নির্মীয়মাণ এই হাইড্রো প্রজেক্টটির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৪৪৪ মেগাওয়াট। আগামী বছরের মধ্যেই এর নির্মাণকাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বর্তমানে চারটি টারবাইনের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়ানোর কাজ চলছে জোরকদমে। তার মাঝেই এই দুর্ঘটনা প্রকল্পের সুরক্ষা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen